কাউন্সিলর শামীমের ভাই আ.লীগ নেতা শোয়েব চৌধুরী আর নেই
সুরমা টাইমস ডেস্কঃ সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিললর ফরহাদ চৌধরী শামীম ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস চৌধুরী রুহেলের বড় ভাই, সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা শোয়েব আহমদ চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে নগরীর নূরজাহান হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে বৃহস্পতিবার ভোর রাতে ব্রেন স্ট্রোক তাকে ক্লিনিকে ভর্তি করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৭ বছর। তিনি মা, ৬ ভাই, এক বোন, স্ত্রী এক কন্যাসহ অসংখ্য-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছে। এলাকায় শোয়েব মেম্বার নামে পরিচিত শোয়েব চৌধুরী সিলেট সিটি কর্পোরেশন পূর্ববর্তী সময়ে সদর উপজেলার ৬ নং টুলটিকর ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি এক সময় জাসদের রাজনীতির সাথেও সম্পৃক্ত ছিলেন।
তার বাবা আলাউদ্দিন চৌধুরীও রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। শোয়েব চৌধুরী ব্রেন স্টোক করলে বৃহস্পতিবার ভোরে তাকে নূরজাহান হাসপাতালে ভর্তি করা হয়। আজ শুক্রবার বাদ জুমআ হযরত শাহজালাল (রহ.) দরগা মসজিদ প্রাঙ্গনে তার জানাজা শেষে দরগা গোরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন ফরহাদ চৌধুরী শামীম।