জনতার বাজারে বেপরোয় বাসের চাপায় স্কুল ছাত্রী নিহত : ২ ঘন্ট যান চলাচল বন্ধ
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ প্রতিনিধি ঃ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার জনতার বাজারে রাস্তা পারাপারের সময় হবিগঞ্জ থেকে সিলেটগামী বেপরোয়া বাসের চাপায় শান্তা চৌধুরী (১০) নামের এক স্কুল ছাত্রী মারা গেছে। বিক্ষোব্দ জনতা ও হাইওয়ে পুলিশ আউশকান্দি এলাকায় বাসটি আটক করেছে। দূর্ঘটনার পর প্রায় ২ ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
জানাযায়, ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজারে গতকাল বুধবার সকাল ১১টায় স্কুল ছাত্রী শান্তা চৌধুরী রাস্তা পারাপারের সময় হবিগঞ্জ থেকে েিসলটগামী বেপরোয়া হবিগঞ্জ এক্সপ্রেস ঢাকা মেট্রো ব-১১-১৪৫৬ তাকে সজোরে চাপ দেয় সাথে সাথে শান্তা চৌধুরীকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তবরত ডাক্তার মৃত ঘোষনা করেন। । নিহত স্কুল ছাত্রী গ্রামের বাড়ি উপজেলার পৌর এলাকার গন্ধা গ্রামের লিটন মিয়ার কন্যা। সে তার নানার বাড়ী দেওপাড়া থেকে গাবদেব সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে লেখা পড়া করত। ঘতক বাসটি শেরপুর হাইওয়ে পুলিশের জিম্মায় রয়েছে। বিক্ষোব্দ জনতা ও হাইওয়ে পুলিশ ঘাতক বাসটিকে আউশকান্দি বাজারে আটক করলেও চালক পালিয়ে যায়। এ সময় ঢাক-সিলেট মহাসড়কটি পায় ২ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরন করে।