নবীগঞ্জে প্রয়াত সাংসদ ফরিদ গাজীর ৪র্থ মৃত্যু বার্ষিকী পালন
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ নবীগঞ্জ বাহুবল আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য, মহান মুক্তিযোদ্ধের অন্যতম সংঘটক বৃহত্তর সিলেটর রাজনীতির প্রাণ পুরুষ সাবেক প্রয়াত মন্ত্রী আলহাজ্ব দেওয়ান ফরিদ গাজীর ৪র্থ মৃত্যু বার্ষিকীতে গতকাল তার জন্মস্থান নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে মিলাদ মাহফিল ও তার রূহের মাগফেরা কামনা করেন। বিশেষ করে দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদ এর উদ্যোগে গতকাল বুধবার সন্ধা রাতে ঢাকা- সিলেট মহা সড়কের দেবপাড়া বাজারে এক মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্টিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, দেওয়ান ফরিদ গাজীর সূযোগ্য উত্তর সূরী শাহ নেওয়াজ গাজী মিলাদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদ গাজী স্মৃতি সংসদের আহবায়ক রুহেল আহমদ, নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহগুল আহমদ কাজল, আওয়ামীলীগ নেতা জুনেদ মেম্বার, শ্রমিকলীগ নেতা আব্দুল কালাম, রাসেল শরিফ সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংঘটনের নেতাকর্মীগণ।