‘ফু দিলে টাকা বাড়বে’ : জুড়ীতে জ্বীনের বাদশা আটক
জুড়ী প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ীতে এক জ্বীনের বাদশাকে আটক করেছে জনতা। গত রোববার (২৪ জানুয়ারি) বিকেলে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ক্তৃ ব্যাক্তি আবু মিয়া (৫০) ব্রাম্মনবাড়িয়া জেলার আখাউড়ার দূর্গাপুর গ্রামের তুরুত মিয়া ফকিরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আবু মিয়া প্রতারণার মাধ্যমে বিভিন্ন এলাকার মানুষকে ‘ফু দিলে টাকা বাড়বে’ এরকম কথা বলে অর্থ আদায় করত। সম্প্রতি জুড়ির এক মহিলার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা হাতিয়ে নেয়। আবারও তাকে ফোনের মাধ্যমে প্রতারিত করতে চাইলে মহিলা জুড়িতে আসার কথা বলে। রোববার জুড়ীতে আসলে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুর রহমান সিদ্দিকী জানান, আটক আবু মিয়া প্রতারণার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।