লাউয়াছড়ার লেমন গার্ডেনের মঞ্চ মাতালেন শিল্পী শিরীন আক্তার

Sreemangolবিশ্বজিৎ রায়, কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কমলগঞ্জের লাউয়াছড়ার লেমন গার্ডেন রিসোর্টে সঙ্গীত পরিবেশন করে মঞ্চ মাতালেন জুড়ীর উদীয়মান কন্ঠ শিল্পী শিরীন আক্তার। মঞ্চে টানা চার ঘণ্টা বর্তমান সময়ের জনপ্রিয় প্রায় ৪০ টি গান গেয়ে রেকর্ড সৃষ্টি করেন এই শিল্পি। “৩৬০ আউলিয়ার রয়েছে মোকাম, নিশা লাগিলরে, লোকে বলে বলেরে, আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা, এক নজর না দেখিলে বন্ধু, আইলায় না আইলায় নারে বন্ধু, নান্টু ঘটকের কতা শুইনা, একবার পাইলে জরাইয়া দরতাম বন্ধুয়ার গলে, প্রেমের তাজ মহল, ও সামরে তোমার শনে, যদি সুন্দর একটা মুখ পাইতাম, নাই টেলিফোন নাইওে পিয়ন, সব সখিরে পার করিতে নেব আনা আনা, মিলন হবে কত দিনে, কাল সারা রাত ছিল স্বপনেরও রাত, স্বাধের লাউ বানাইলো মোড়ে, পাগল মন মনরে, মায়ের কান্দন যাবৎ জীবন, কবে আইবো আমার পালারে, হাতির পুলে থাকে বন্ধু ২৮ নম্বর বাড়ীতে” এই সব গানে গানে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন শিল্পি শিরিন আক্তার। দর্শকদের বিভিন্ন অনুরোধের গানের পাশাপাশি নিজের পছন্দের গানও পরিবেশন করেন এই শিল্পী। সন্ধ্যায় শুরু হওয়া সংগীতা অনুষ্ঠান মধ্যরাত পর্যন্ত মাতিয়ে রাখেন সবাইকে। এ যেন এলেন, গাইলেন এবং জয় করলেন। সম্প্রতি লেমন গার্ডেন রিসোর্টে শিরিন মাসুক লোকজ একাডেমীর চেয়ারপার্সন শিল্পি শিরিন আক্তারের একক সংগীত সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আ.স.ম কামরুল ইসলাম। বিশিষ্ট আইনজীবী ও কলামিস্ট এডভোকেট শওকতুল ইসলামের সভাপতিত্বে এবং শিরিন মাসুক লোকজ একাডেমীর সদস্য সচিব সাংবাদিক সাইফুল ইসলাম সুমনের পরিচালনায় বক্তব্য রাখেন একাডেমীর প্রধান উপদেষ্টা সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মাসুক আহমদ, মধ্যপ্রাচ্য প্রবাসী মোঃ রহমত আলী সইব, লেমন গার্ডেন রিসোর্টে প্রতিষ্ঠাতা সেলিম মিয়া, লন্ডন প্রবাসী মাসুক আহমেদ, শিরিন মাসুক লোকজ একাডেমীর সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম ময়না, বিশিষ্ট সাংস্কৃতিক নেত্রী রুহেলা খানম, বিশিষ্ট ব্যবসায়ী তাজ খান, আজিজুর রহমান, মধ্যপ্রাচ্য প্রবাসী কবির আহমেদ। অনুষ্ঠানে সার্বিক সহযোগীতায় ছিলেন সামসুদ্দিন সেলিম, বাবুল আহমদ, আব্দুল ওয়াদুদ, সুভাষ কর, কজ্জল দাস, সুমন রাজ বৈদ্য, গৌরী বৈদ্য প্রমী, মোঃ রিপন, লিটন দেব নাথ, ডালিয়া, ইমা আক্তার, লিজা আক্তার, নাজমীন বেগম, রিয়া বেগম, সামিরা আক্তার, রাইমা আক্তার, মিজান আহমেদ, শাহান আহমেদ, ইমরান হোসেন, শাহীন আহমেদ প্রমুখ। এক প্রতিক্রিয়ায় শিল্পি শিরিন আক্তার বলেন, ছোটবেলা থেকেই সংগীতের প্রতি আমার খুব আগ্রহ ছিল। কিন্তু কোন সুযোগ পাইনি। বর্তমানে আমার স্বামী মাসুক আহমদের কারনে আমি গান করার সুযোগ পেয়েছি তাই আমি আমার স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি নিজ থেকেই গান শিখেছি আশাকরছি আগামীতে আপনাদের ভালো কিছু উপহার দিতে পারবো।