জুড়ীতে এস এস সি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত ১ম দিনেই ২০ জন !

Pic-2এম এম সামছুল ইসলাম, জুড়ী: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এস এস সি ও সমমান পরীক্ষায় গত শুক্রবার (৬/২) ২০ দলের অবরোধের মধ্য দিয়ে বিজিবি, র‌্যাব ও পুলিশের কড়া নিরাপত্তার পরও প্রথম দিনেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি ২০ জন পরীক্ষার্থী। জুড়ী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র নং-(১, কোড নং-১৫৭) কেন্দ্রে ৬টি প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ছিল ৭৫৪ জন। তন্মধ্যে অনুপস্থিত রয়েছেন ৩ জন। ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় কেন্দ্র নং- (২, কোড নং- ২৫১) কেন্দ্রে ৩টি প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ছিল ৪০৩ জন। গোয়ালবাড়ী হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্র নং-(৩, কোড নং- ২৫৯) কেন্দ্রে ৫টি প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ছিল ৩৩৪ জন। তন্মধ্যে অনুপস্থিত রয়েছেন ১৩ জন। হযরত শাহখাকী (রঃ) আলিম মাদ্রাসা কেন্দ্র নং-(৪, কোড নং- ৭১৪) কেন্দ্রে দাখিল পরীক্ষায় (এস এস সি সমমান) ৮টি প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ২৮৫ জন। তন্মধ্যে অনুপস্থিত রয়েছেন ৪ জন পরীক্ষার্থী।