আরিফ ইস্যুতে সমাবেশ ডেকে রাজপথে নেই শমসের মবিন!
সুরমা টাইমস ডেস্কঃ দলের কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ইস্যুতে কোনো কর্মসূচি ঘোষণা করেনি সিলেট জেলা ও মহানগর বিএনপি। অথচ দুইদিন আগে সংবাদ সম্মেলন করে রোববার সিলেট নগরীতে বিক্ষোভ-সমাবেশ আহবান করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। ওই বিক্ষোভ-সমাবেশে নিজের অংশ গ্রহণের নিশ্চয়তা দিয়ে বিএনপির কেন্দ্রীয় ওই নেতা জানিয়েছিলেন রোববারের সমাবেশ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
পূর্ব ঘোষণা অনুযায়ী সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া হত্যা মামলার সম্পূরক চার্জশিট থেকে সিলেট সিটি করপোরেশনের মেয়র ও দলের কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরীর নাম প্রত্যাহারের দাবিতে রোববার বিকেলে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে বিক্ষোভ-সমাবেশ করেছে জেলা ও মহানগর বিএনপি। কিন্তু সেই সমাবেশ থেকে ‘কঠোর’ তো নয়-ই, কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি।
এমনকি সমাবেশে দেখা যায়নি বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকেও। সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ রেজাউল হাসান কয়েস লোদীসহ শমসের অনুসারী অনেক বিএনপি নেতাও ছিলেন অনুপস্থিত।