কলেজছাত্র ছোটন খুনের ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে চার্জশিট

shutonডেস্ক রিপোর্টঃ কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে এমসি কলেজের ছাত্র শামীম আহমদ ছোটন হত্যা মামলায় ১৯ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। মঙ্গলবার তদন্ত কর্মকর্তা কোম্পানীগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ এই চার্জশিট দেন।
সিলেট জেলা পুলিশের কোর্ট ইন্সপেক্টর মো. শফিকুর রহমান মুকুল চার্জশিট হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চার্জশিট মঙ্গলবার তাদের হাতে এসে পৌঁছেছে। চার্জশিট নিয়ে পর্যালোচনার পর দুই/একদিনের মধ্যে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হবে।
চার্জশিটভুক্ত আসামিরা হলেন কোম্পানীগঞ্জের কলাবাড়ি গ্রামের আলিম উদ্দিন, জিয়া উদ্দিন, মনির মিয়া, জৈন উদ্দিন, জালাল উদ্দিন, ছয়দুর রহমান, কালা মিয়া, কালীবাড়ি গ্রামের বিল্লাল মিয়া, সিরাজুল ইসলাম, রজন মিয়া, জুলহাস মিয়া, কলাবাড়ি গ্রামের আলী নূর, শাহাবউদ্দিন, আব্দুল হামিদ, শুকুর আলী, উত্তর কলাবাড়ী গ্রামের মোহাম্মদ আলী, রিয়াজ উদ্দিন, উত্তর রাজনগর গ্রামের মাসুক মিয়া ও ফারুক মিয়া।
২০১৫ সালের ৩০ অক্টোবর কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারির ১০ নম্বর এলাকায় খুন হন কলেজছাত্র ছোটন। খুনের ঘটনার পরদিন নিহত শামীম আহমদ ছোটনের ভাই গিয়াস উদ্দিন বতুল্লা মিয়া বাদী কোম্পানীগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলার ছয় মাসের মাথায় আদালতে মামলার চার্জশিট দাখিল করা হলো। চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে রজন মিয়া, জিয়া উদ্দিন, ফারুক মিয়া ও জুলহাস মিয়া কারাগারে আছেন। বাকিরা পলাতক।