ভারতে ৮মাস আটক থাকার পর দেশে ফিরে এলো কিশোর নিশান
মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর:- ভারতের দিল্লির শুভাচ্চিকা চাইল্ড হোমে দীর্ঘ ৮ মাস আটক থাকার পর দিনাজপুরের হাকিমপুর (হিলি) চোকপোষ্ট দিয়ে ২০ই এপ্রিল (বুধবার) দুপুর সাড়ে ১২টার দিকে দেশে ফিরল নিশান (১৪) নামের এক কিশোর। নিশান (১৪) নামের ঐ কিশোর চাঁপাইনবাবগঞ্জের ভোয়ালবাড়ি এলাকার আল-জাবেদের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র।
২০ই এপ্রিল (বুধবার) দুপুর সাড়ে ১২টার দিকে হাকিমপুর (হিলি) সীমান্ত চেকপোষ্ট শূণ্যরেখায় ভারতের ইমিগ্রেশনের কর্মকর্তা নাজির হোসেন মন্ডল, বাংলাদেশ হাকিমপুর (হিলি) ইমিগ্রেশন কর্মকর্তা রফিকুজ্জামানের কাছে
কিশোর নিশানকে হস্তান্তর করা হয়। হস্তান্তর কালে বিজিবি ও বিএসএফের স্থানীয় কর্মকর্তারা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
হাকিমপুর (হিলি) ইমিগ্রেশন চেকপোষ্টের অফিসার ইন-চার্জ রফিকুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গত ৮মাস আগে বাড়িতে বাবা-মার সাথে রাগ করে ভারতীয় একটি ট্রাকে
করে দিল্লির উদ্দেশ্যে রওনা হয় নিশান। এসময় দিল্লি পুলিশ তাকে ট্রাক থেকে আটক করে। পরে তাকে আদালতের মাধ্যমে দিল্লির শুভাচ্চিকা চাইল্ড হোমে রাখা হয়। নিশানকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, বলে ও জানিয়েছেন তিনি।