শাহবাগে নার্সদের ওপর হামলার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

news-pic-nurse-dinমোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর:- ঢাকার শাহবাগে নার্স নিয়োগের দাবিতে শাহবাগে আন্দোলনরত নার্সদের ওপর পুলিশি হামলা ও নির্যাতনের প্রতিবাদে, ৫ই এপ্রিল (মঙ্গলবার) সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেছে, যৌথভাবে বাংলাদেশ বেকার নার্স অ্যাসোসিয়েশন ও দিনাজপুর জেলা স্টুডেন্ট নার্স অ্যাসোসিয়েশন।

এর আগে সিভিল সার্জন কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন, এ দু’টি সংগঠনের সদস্যরা।

কর্মসূচি চলাকালে বক্তব্য দেন বেকার নার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আনসার আলী সাধারণ সম্পাদক জিনাত আরা, স্টুডেন্ট নার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সমহসিন আলী, সাধারণ সম্পাদক আরাফাত প্রমুখ সহ আরো অনেকেই।

মানবন্ধন কর্মসূচি শেষে মিছিল বের করেন তারা। এ সময় হামলার বিচার দাবি করা হয়।

উল্লেখ্য, গত ২৮শে মার্চ সরকারের কর্মকমিশন সচিবালয় থেকে ৩ হাজার ৬১৬ জন সিনিয়র স্টাফ নার্সের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাতে জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হয়েছে। এ কারণে হাজার হাজার বেকার নার্স চাকরির আবেদন করতে পারবে না।

তাই প্রকাশিত বিজ্ঞপ্তিটি সংশোধন করে জ্যেষ্ঠতার ভিত্তিতে সিনিয়র স্টাফ নার্স নিয়োগের দাবিতে ৩০শে মার্চ শাহবাগে আন্দোলন করেন বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট নার্সেস সোসাইটি এবং বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্স অ্যাসোসিয়েশন।

সেই সময় আন্দোলনরত নার্সদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও জলকামান ছোঁড়েন পুলিশ সদস্যরা।