৭ই মার্চ উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড জেলা শাখার উদ্যোগে লাঠি মিছিল

7 march pic ]].jpg 141

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার আয়োজনে সোমবার ঐতিহাসিক সারদা হল প্রাঙ্গন থেকে এক লাঠি মিছিল অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডার শ্রী সুব্রত চক্রবর্তী জুয়েল এর সভাপতিত্বে ও সন্তান কমান্ড জেলা শাখার আহবায়ক মোঃ সালাউদ্দিন পারভেজের পরিচালনায় লাঠি মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, জেলা কমান্ডের সাবেক কমান্ডার ও কেন্দ্রীয় কাউন্সিলের সাবেক সিনিয়র সাংগঠনিক সম্পাদক বাদশা মিয়া, জেলা ইউনিট কমান্ডের তথ্য ও গবেষণা সম্পাদক শ্রী সুবল চন্দ্র পাল, দক্ষিণ সুরমা উপজেলা কমান্ডার কুটি মিয়া, সিলেট মহানগর আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তপন মিত্র, বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে মকবুল হোসেন, আবু সাঈদ, ইসমাইল মিয়া, মতিউর রহমান, আরতাফ আলী, নাজমুল ইসলাম, খলিলুর রহমান, জিল্লু মিয়া, আব্দুর রব, সন্তান কমান্ডের মধ্য থেকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য মোঃ আবু তাহের, সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম ছুরুকী, মোঃ সারওয়ার চৌধুরী, জেলা শাখার সদস্য মোঃ জহিরুল ইসলাম, তোফায়েল আহমদ রাজ, রাজু আহমদ, আরাফাত হোসেন সোহাগ, সজিবুল ইসলাম জয়, ছাদ উজ্জামান, মোঃ সাবিক্ষর আহমদ, যুব কমান্ডের মোঃ সাদিকুর রহমান, সন্তান কমান্ড জালালাবাদ থানা শাখার আহবায়ক আব্দুল কাদির, শাহপরাণ থানা শাখার আহবায়ক মোঃ জবরুল হোসেন, সদস্য সচিব শামীম আহমদ সুমন, এয়ারপোর্ট থানা শাখার আহবায়ক সায়েম রহমান। সমাবেশে বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ১৮ মিনিটের ঐতিহাসিক ভাষণের মাধ্যমে বাঙালী জাতি ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। যোদ্ধাপরাধীদের বিচার তরান্বিত করণ, দোসরদের বিচারের আওতায় এনে বিচারের রায় অবিলম্বে কার্যকর করণ ও যোদ্ধাপরাধীদের বিচারের মত এ দু:সাহসিক পদক্ষেপ নেওয়ায় বঙ্গবন্ধুর তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সার্বিক সহযোগিতার নিশ্চয়তা প্রদান সহ বর্তমান সরকারকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।  বিজ্ঞপ্তি