ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিভিন্ন সংগঠনের পুষ্পস্তবক অর্পণ

1

স্টাফ রিপোর্ট : ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট, জেলা ও মহানগর যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল সোমবার  সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।

সিলেট কে2ন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান

আশফাক আহমদ, আব্দুল খালিক, জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ , মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গীরদার, সেলিম আহমদ সেলিম, সদস্য সুবেদুর রহমান মুন্না, জাকিরুল আলম জাকির, ফয়সল আজাদ খান । 3

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, জেলা শাখার আহবায়ক মো. সালাউদ্দিন পারভেজ, জেলা কমান্ডের সাবেক কমান্ডার বাদশা মিয়া, জেলা ইউনিট কমান্ডের তথ্য ও গবেষণা সম্পাদক সুবল চন্দ্র পাল, দক্ষিণ সুরমা উপজেলা কমান্ডার কুটি মিয়া, সিলেট মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তপন মিত্র, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, আবু সাঈদ, ইসমাইল মিয়া, মতিউর রহমান,
সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রুবি ফাতেমা ইসলাম, সহ-সভাপতি সালমা বাছিত, সাধারণ সম্পাদক এডভোকেট সালমা সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন আহমদ ও মাধুরী গুণ, সাংগঠনিক সম্পাদক এ.জেড রওশন জেবীন রুবা, সহ-সাংগঠনিক সম্পাদক রেহানা পারভিন রেণু, শামীমা স্বাধীন।

4

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহানা বেগম চৌধুরী স্বর্ণা, মাজেদা পারভিন, অঞ্জলী সরকার, রোকেয়া আক্তার, আছারুন নেছা, রহিমা  বেগম, রুনা বেগম, নুরুন নাহার প্রমুখ।
মহানগর যুবলীগের লাহিন আহমদ, হোসেন আহমদ বাবু, ইমামুর রহমান লিটন, সাজু ইবনে হান্নান খান, কলিন্স সিংহ, সুমন তালুকদার, আমিনুর রহমান সুহেল, রঞ্জন দে, রুহেল আহমদ, সাকারিয়া হোসেন সাকির, নূর মোহাম্মদ বাবু, তোফায়েল আহমদ বাবু, বাপ্পী দাস, রাসেল আহমদ, শামিম আহমদ, রাজু চৌধুরী, তারেক তালুকদার, সেলিম উদ্দিন, সাইদুর রহমান, সাবেক ছাত্রনেতা বেলাল খান, আনিছুজ্জামান আনিছ ।
মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার, সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিকসহ সাবেক ও বর্তমান নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।