কুলাউড়ায় নারী পাচার ও শিশু শ্রম বিষয়ে কর্মশালা
কমলগঞ্জ প্রতিনিধি: দেশে মানব ও শিশু পাচারের সংখ্যা বেড়েই চলছে। তা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। কুলাউড়া পৌরসভায় ৫ মার্চ শনিবার আযোজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। ‘শিশু পাচার প্রতিরোধে কমিউনিটিকে শক্তিশালীকরণ ও নেটওয়ার্কিং প্রকল্পের (পিসিটিএসসিএন)’ আওতায় বেসরকারি সংস্থা সিপ সোস্যাল ইকোনমিক এনহেন্সমেন্ট প্রোগ্রামের উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করে। ‘টেরে দেস হোমস নেদারল্যান্ডস’ নামের একটি আন্তর্জাতিক সংস্থা এতে সহযোগিতা করে। সিপের পরিচালক (পরিবীক্ষণ ও মূল্যায়ণ) মোঃ জাহিদ হোসেন তাঁর লিখিত বক্তব্যে বলেন, কর্মসংস্থানের জন্য মানুষ শহরে যাচ্ছে। কিন্তু, সেখানে তারা মানব ও শিশুপাচারকারীদের কবলে পড়ছে। মেয়ে শিশুদের দেশের বিভিন্ন পতিতাপল্লীতে পাঠানো হচ্ছে। ছেলেশিশুদের গাড়ি ধোয়ামোছা, মাদক ব্যবসা, ভিক্ষাবৃত্তি, পকেটমার, ট্যানারীশিল্পসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে যেতে বাধ্য করা হচ্ছে। ২০১২ সালের মানবপাচার প্রতিরোধ ও দমন আইন কার্যকর, প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে নিয়মিত মনিটরিং ব্যবস্থা এবং শিশুপাচার ও শিশুদের সুরক্ষায় জনপ্রতিনিধি ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে, সিপের প্রকল্প সমন্বয়কারী মহসিন উদ্দিন ও ঢাকা আহছানিয়া মিশনের মৌলভীবাজার জেলা সমন্বয়কারী বজলুর রশিদ উপস্থিত ছিলেন।