কুলাউড়ায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন
কমলগঞ্জ প্রতিনিধি: “বিতর্ক হোক সত্যের, বিতর্ক হোক যুক্তির” -এই স্লোগানে প্লাটুন-১২ কাব কর্তৃক আয়োজিত আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ২০১৬ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৪ জানুয়ারী রোববার নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় কুলাউড়া উপজেলার ৮টি স্কুল অংশ নেয়। ফাইনালে ছকাপন স্কুল এন্ড কলেজকে হারিয়ে নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জণ করে। বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক মোবারক হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম নাদেল। কুলাউড়া ডিগ্রি কলেজের অধ্যাপক আবুল ফাত্তাহ ফজলু, ছকাপন স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক স্বপন কুমার দেব রতন। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।