মিরপুর ভাসছে ঝড়-বৃষ্টিতে

bristy-bb20160306122748 ডেস্ক রিপোর্ট :: আজ এশিয়া কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। কয়েক ঘণ্টা পরেই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়ার কথা ম্যাচটি। কিন্তু তার আগে আঘাত হেনেছে ঝড়ো হাওয়া। এবং এর পরেই শুরু হয় তুমুল বৃষ্টি।

বৃষ্টি আশঙ্কায় আগে থেকেই কভার দিয়ে ঢেকে রাখা হয়েছিল উইকেট। কিন্তু হঠাৎ করেই ঝড়ো হাওয়া আঘাত হানলে উরিয়ে নিয়ে যায় কভার। মাঠের গ্রাউন্ডস ম্যানরা তা ঠিকভাবে সাজাতে হিমসিম খাচ্ছেন। ঝড়ো হাওয়ার পাশাপাশি শুরু হয় মুশল ধারে বৃষ্টি। এরপর স্টেডিয়ামের বিদ্যুৎ চলে গেলে পুরো অন্ধকারাচ্ছন্ন হয়ে পরে।