কমলগঞ্জে আইজিপি কাপ প্রস্তুতিমূলক কাবাডি প্রতিযোগিতা

Photo1397কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে আইজিপি কাপ প্রস্তুতিমূলক অনুর্ধ্ব-২১ কাবাডি প্রতিযোগিতা বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে যুব কাবাডি দল (বয়স অনুর্ধ্ব-২১) গঠনের লক্ষ্যে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুর্ধ্ব-২১ কাবাডি প্রস্তুতিমূলক প্রতিযোগিতায় উপজেলার ০৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা সহ মোট ১০টি দল অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্ব খেলায় ৬নং আলীনগর ইউনিয়ন অনুর্ধ্ব-২১ দল ৬-৪ পয়েন্টে ৮নং নং মাধবপুর ইউনিয়ন অনুর্ধ্ব-২১ দলকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। পরে চ্যাম্পিয়ান ও রানার্স আপ টিমকে নগদ অর্থ প্রদান করা হয়।
কমলগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও সফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক, ৭নং আদমপুর ইউপি চেয়ারম্যান সাবিবর আহমদ ভূইয়া, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. ইফতেখায়ের আহমদ ভূঁঞা, কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. ওমর ফারুক, উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ জুয়েল আহমদ, উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহিদ আলী, সাংবাদিক আসহাবুর ইসলাম শাওন, সহকারী উপ-পরিদর্শক হেলাল আহমেদ, পতনউষার ইউপি সদস্য নারায়ন মল্লিক সাগর, পরিচালক মুজিবুর রহমান প্রমুখ।