সিলেট মহানগর ছাত্রলীগে অন্তর্বিভক্তি -শোক র‌্যালীতেও নেই ঐক্য

42227সুরমা টাইমস্ ডেস্ক:  কোনভাবেই অন্তর্বিভক্তি থেকে বেরিয়ে আসতে পারছে না সিলেট মহানগর ছাত্রলীগ। তাদের আয়োজিত প্রতিটি অনুষ্ঠানেই দেখা দিচ্ছে কোন না কোন বিভক্তি। কোন অনুষ্ঠানে সভাপতি থাকলে সেখানে থাকছেন না সাধারণ সম্পাদক, আবার কোথাও ঘটছে এর ঠিক বিপরীত। সর্বশেষ সোমবার দুপুরে জাতীয় চার নেতার মৃত্যুবার্ষিকী ও জেলহত্যা দিবস উপলক্ষে আয়োজিত শোক র‌্যালিতেও এক হতে পারেনি নি মহানগর ছাত্রলীগের নেতারা। এই র‌্যালি কর্মসূচীর ব্যাপারে কিছুই জানেন না বলেই মন্তব্য করেছেন মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল আলীম তুষার! গত জুলাই মাসে মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণার পর থেকে নবগঠিত কমিটির উদ্যোগে বিভিন্ন কর্মসুচী ঘোষণা এবং অনুষ্ঠানের আয়োজন করা হলেও তাতে একত্রে অংশগ্রহণ করেন নি সিলেট মহানগর ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। গত ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসেও আলাদাভাবে পুষ্পস্তবক নিয়ে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান মহানগর ছাত্রলীগের সভাপতি আবদুল বাসিত রুম্মান ও সাধারণ সম্পাদক আবদুল আলীম তুষার। তখন থেকেই সদ্যঘোষিত কমিটির এই দুই নেতার বিভক্তির ঘটনা অনেকের মনে প্রশ্নের জন্ম দিয়েছে। এছাড়া ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটিতে সিলেটের জাকির হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নগরীতে আনন্দ মিছিল করে মহানগর ছাত্রলীগ। এতে নেতৃত্ব দেন সাধারণ সম্পাদক আবদুল আলীম তুষার। মিছিলে দেখা যায়নি মহানগর সভাপতি আবদুল বাসিত রুম্মানকে। কমিটি ঘোষণার পর বিভিন্ন কার্যক্রম পরিচালনা করলেও একসাথে কোন দলীয় কর্মসূচীতেও অংশ নিচ্ছেন না তারা। এ ব্যাপারে সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল আলীম তুষার সিলেটভিউ২৪ডটকমকে বলেন, ‘জাতীয় চার নেতার মৃত্যুবার্ষিকী ও জেলহত্যা দিবস উপলক্ষে সিলেট মহানগর ছাত্রলীগের আলাদা কোন কর্মসূচী নেই। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ কর্তৃক গৃহীত কর্মসূচী অনুসারেই মহানগর ছাত্রলীগের জেলহত্যা দিবস পালনের কথা। সোমবারের এই শোক র‌্যালি আয়োজনের ব্যাপারে আমার কোন মতামত নেওয়া হয় নি। এমনকি আমাকে জানানোও হয়নি র‌্যালি সম্পর্কে।