হবিগঞ্জে ৪ শিশু হত্যা: রিমান্ড শেষে কারাগারে সালেহ

53141ডেস্ক রিপোর্ট ::  হবিগঞ্জ জেলার বাহুবলে আলোচিত ৪ শিশু হত্যাকাণ্ডের আসামি সালেহ আহমেদকে দুইদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার দুপুরে সালেহ আহমেদের রিমান্ড শেষে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত সুলতানার আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ৩ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা ও হবিগঞ্জ ডিবি পুলিশের ওসি মোক্তাদির হোসেন সালেহ আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন করে। পরে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে আজ তাকে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি খেলতে গিয়ে নিখোঁজ হয় উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে স্থানীয় স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাত ভাই আব্দুল আজিজের ছেলে চতুর্থ শ্রেণির ছাত্র তাজেল মিয়া (১০), আবদাল মিয়ার ছেলে প্রথম শ্রেণির ছাত্র মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী আব্দুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (১০)।

নিখোঁজের পাঁচদিন পর ১৭ ফেব্রুয়ারি সকালে গ্রাম থেকে প্রায় ২ কিলোমিটার দূরে ইসাবিল এলাকা থেকে বালিচাপা অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।