মেধাবী শিক্ষার্থীর পাশে বিত্তবানরা এগিয়ে আসতে হবে

বিশ্বনাথে আর রাহমান ট্রাস্টের উপ-বৃত্তি প্রদানে রফিকুল ইসলাম জুবায়ের

photoবিশ্বনাথ প্রতিনিধিঃ মাসিক বিশ্বনাথ ডাইজেস্ট সম্পাদক, প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের বলেছেন, অনেক অসহায়-গরীব শিক্ষার্থীর মেধা আছে তাদের বিত্ত নেই। টাকার অভাবে পড়ালেখা করতে পারেনা। ঝরে পড়ে। তাদের পাশে বিত্তবানরা দাঁড়াতে হবে। আর রাহমান ট্রাস্টের মতো সবাইকে এগিয়ে আসলে ঝরে পড়বেনা মেধাবী মুখ। তিনি গতকাল শনিবার আর রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে ৩১জন শিক্ষার্থীকে উপ-বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ওলিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাসিক বিশ্বনাথ ডাইজেস্ট সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের।
ট্রাস্টের সাধারণ সম্পাদক মাসুদ আহমদ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নব-গঠিত বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামালউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, সদস্য নূরউদ্দিন, ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ খালেদ আহমদ। স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্ট ইউকের সহ-অর্থ সম্পাদক মাওলানা সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আর রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে অর্থ সম্পাদক আমিনুর রহমান, মিডিয়া সম্পাদক আব্দুল্লাহ, সদস্য মসউদ আহমদ প্রমুখ।
এদিকে নব-গঠিত বিশ্বনাথ প্রেসক্লাব নেতৃবৃন্দ রাজাগঞ্জবাজারে ‘বাতিঘর’ পাঠাগার পরিদর্শন করেন। এসময় পাঠাগারের সাধারণ সম্পাদক গোলাম মস্তফাসহ পাঠাগারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।