যুদ্ধাপরাধ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড হওয়া উচিত

kurig_104350_0 ডেস্ক রিপোর্ট :: যুদ্ধাপরাধ প্রমাণিত হলে তাকে মৃত্যুদ- দেয়া উচিত বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, ‘যুদ্ধাপরাধী প্রমাণিত হলে যাবজ্জীবন নয়, তাকে মৃত্যুদ- দেয়া উচিত’। বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত কুড়িগ্রামের রৌমারী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন ও মুক্তিযুদ্ধের ঐতিহাসিক মুক্তাঞ্চল সংরক্ষণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে। তাদের নাগরিকত্ব বাতিল করা হবে। এ সময় উপজেলা চত্ত্বরে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সাবেক সংসদ সদস্য ও উপজেলা শাখা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন- ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মো. আলতাফ হোসেন বীর উত্তম, স্থানীয় সংসদ সদস্য মো. রুহুল আমিন, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মজিবর রহমান বঙ্গবাসী, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শওকত আলী বীর বিক্রম, রাজিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শফিউল আলম প্রমুখ।