কাজলশাহ ইসলামিয়া মাদ্রাসা ও এলাকাসীর উদ্যোগে তাফসীরুল ক্বোরআন মাহফিল সম্পন্ন
কাজলশাহ ইসলামিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগেতাফসীরুল ক্বোরআন মাহফিল গত ২৮শে ফেব্রুয়ারী রোববার দুপুর ২ থেকে রাত ১২টা পর্যন্ত কাজলশাহ দিঘীরপারে অনুষ্ঠিত হয়।
উক্ত তাফসীরুল ক্বোরআন মাহফিলে সভাপতিত্ব করেন কাজলশাহ্ ইসলামিয়া মাদ্রাসা পরিচালনা কমিটি ও ওয়াজ মাহফিল কমিটির সভাপতি সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালিক ও কাজলশাহ জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা ক্বারী শহীদ আহমদ।
এতে প্রধান বক্তার বয়ান পেশ করেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছিরে ক্বোরআন হযরত মালানা তফজ্জুল হক আজিজ ঢাকা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হযরত মাওলানা আবুল ক্বাসিম হাসিমী বি-বাড়ীয়া, হযরত মাওলানা আতিকুর রহমান সাবেরী বি-বাড়ীয়া, ওসমানী মেডিকেল কলেজ জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা আহমদ আলী, কাজলশাহ ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হযরত মাওলানা আহমদ উদ্দিন ছাড়াও স্থানীয় উলামায়ে কেরামগণ তাফসীর পেশ করেন। বিজ্ঞপ্তি