হিন্দু – বৌদ্ধ – খ্রিস্টান ঐক্য পরিষদ যুক্তরাষ্ট্র শাখার নামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বাংলাদেশ হিন্দু – বৌদ্ধ – খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বিরাজ মাধব চক্রবর্ত্তি মানস, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যড: প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মহানগর সভাপতি, এ্যড: মৃত্যুঞ্জয় ধর ভোলা, সাধারন সম্পাদক, প্রদীপ কুমার দেব, হবিগঞ্জ জেলা সভাপতি এ্যড: অহিন্দ্র কুমার দত্ত চৌধুরী, সাধারন সম্পাদক এ্যড: স্বরাজ বিশ্বাস, সুনামগঞ্জ জেলা সভাপতি দীপক ঘোষ,সাধারন সম্পাদক এ্যড: বিশ্বজিৎ চক্রবত্তী, মৌলভীবাজার জেলা সভাপতি এ্যড: মাখন লাল দাস, সাধারন সম্পাদক এ্যড রাধা পদ দেব সজল, কেন্দ্রীয় সহযোগী সম্পাদক মলয় পুরকায়স্ত এক যৌথ বিবৃতিতে বলেন, গত ২৮ ফেব্রয়ারী রবিবার“ দৈনিক সিলেটের ডাক” ও “দৈনিক মানব জমিন” পত্রিকায় বাংলাদেশ হিন্দু – বৌদ্ধ – খ্রিস্টান ঐক্য পরিষদ যুক্তরাষ্ট্র শাখার নামে “বাংলাদেশে গরু জবাই বন্ধের দাবি” শিরোনামে প্রকাশিত একটি সংবাদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে।
এ বিষয়ে আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার। বাংলাদেশ হিন্দু – বৌদ্ধ – খ্রিস্টান ঐক্য পরিষদ ধর্ম বর্ন গোত্র নির্বিশেষে সকলের ধর্মীয় অনুভূতির প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। আমরা বিশ্বাস করি হিন্দু – মুসলিম – বৌদ্ধ – খ্রিস্টান এক জাতি, এক প্রান।
সংবাদে প্রকাশিত ব্যাক্তিদের নামে বাংলাদেশ হিন্দু – বৌদ্ধ – খ্রিস্টান ঐক্য পরিষদ যুক্তরাষ্ট্র শাখায় কোন সদস্য নেই। হিন্দু – বৌদ্ধ – খ্রিস্টান ঐক্য পরিষদ এর নাম ব্যবহার করে মহল বিশেষের এমন বিদ্বেষ পূর্ণ মন্তব্যের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি।
পত্রিকায় প্রকাশিত সংবাদের বিষয়ে ইতমধ্যে ভিন্নমত পোষন করে বাংলাদেশ হিন্দু – বৌদ্ধ – খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি ও যুক্তরাষ্ট্র শাখা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
মহল বিশেষের এধরনের অশুভ তৎপরতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।