আইডিয়া’র উদ্যোগে ‘শক্তিশালী উপজেলা পরিষদ, স্থানীয় বাজেটে জনঅংশগ্রহণ ও জাতীয় বাজেটের বিকেন্দ্রীকরণ’ শীর্ষক আলোচনা
আইডিয়ার উদ্যোগে এবং গণতান্ত্রিক বাজেট আন্দোলন (ডিবিএম) এর সহযোগিতায় ‘শক্তিশালী উপজেলা পরিষদ, স্থানীয় বাজেটে জনঅংশগ্রহণ ও জাতীয় বাজেটের বিকেন্দ্রীকরণ’ শীর্ষক এক আলোচনা সভা সিলেটে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ত্ব করেন আইডিয়া’র নির্বাহী পরিচালক জনাব নজমুল হক। এ আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব জাহিদুল ইসলাম ভূঁইয়া, সহকারী ফিল্ড অপারেশন কো-অর্ডিনেটর, আইডিয়া। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ফয়ছল আহমদ, সমাজকর্ম বিভাগ, শাবিপ্রবি, সিলেট এবং মনযুর-উল-হায়দার, সহকারী অধ্যাপক, নৃ-বিজ্ঞান বিভাগ, শাবিপ্রবি, সিলেট। উক্ত আলোচনা সভায় জাতীয় বাজেট প্রণয়নের ক্ষেত্রে স্থানীয় সরকারকে শক্তিশালী করণ এবং জনগনের চাহিদা অনুযায়ী জেলা ভিত্তিক বাজেট প্রণয়নের দাবি জানানো হয়। আলোচনা সভায় মুক্ত আলোচনায় অংশগ্রহণকারী জনাব নুর হোসেন বলেন জাতীয় বাজেটে সুষম উন্নয়নের জন্য অধিকতর দরিদ্র্য প্রবন অঞ্চলকে অগ্রাধিকার দিয়ে জাতীয় বাজেট প্রণয়ন করতে হবে। উপজেলা পরিষদকে শক্তিশালী করতে হবে এবং ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা পদ্ধতিকে আরো কার্যকর করতে হবে। ভৌগোলিক প্রতিবেশ ও পরিবেশকে বিবেচনা করে দরিদ্র শ্রেনীর উন্নয়নে চাহিদার ভিত্তিতে বাজেট, যাদের জন্য বাজেট প্রণয়ন করা হবে তাদের চাহিদাকে গুরুত্ব প্রদান এবং জাতীয় বাজেটে এর প্রতিফলন করার প্রয়োজন। এই আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন-জনাব লায়েছ উদ্দিন, এডভোকেট শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম সহ আরো বিভিন্ন পেশা ও শ্রেনীর প্রতিনিধিবৃন্দ। বিজ্ঞপ্তি