‘অপহৃত’ বিএনপি নেতা মুজিবের সন্ধান দাবিতে ৭২ ঘন্টার আল্টিমেটাম

sunamgonj misilসুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, যুক্তরাজ্য যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের উপদেষ্টা মুজিবুর রহমান মুজিবের সন্ধান দাবিতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়েছে। গাড়ী চালকসহ মুজিবুর রহমানকে উদ্ধারের দাবিতে বুধবার সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ থেকে এ আল্টিমেটাম দেয় বিএনপির অঙ্গ সংগঠন ও ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ।
বুধবার বিকেলে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মুক্তিযোদ্ধা দল, যুবদল, তাঁতীদল, মহিলা দল, ওলামাদল, জাসাস ও শ্রমিক দলের উদ্যোগে এই মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপির সহ সভাপতি ও ইলিয়াস মুক্তির সংগ্রাম পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক সৈয়দ মকসুদ আলীর সভাপতিত্বে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি আব্দুল আহাদ খান জামালের পরিচালনায় সিলেট কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, অবৈধ সরকারের হাতে দেশের কোন মানুষই নিরাপদ নয়। বর্তমানে সারা দেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রতিদিনই দেশে গুম, খুনের খাতায় নতুন নতুন নাম লিপিবদ্ধ হচ্ছে।
বক্তারা বলেন বর্তমান সরকারের গোপন কারাগার থেকে এম. ইলিয়াস আলী, মুজিবুর রহমান মুজিবসহ সকল নেতা কর্মীদেরকে ফিরে পেতে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। সভায় বক্তারা ৭২ ঘন্টার মধ্যে বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিবকে গাড়ি চালক সহ উদ্ধার করতে না পারলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে সরকার ও প্রশাসনের প্রতি হুশিয়ারী উচ্চারণ করেন।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র আহবায়ক এডভোকেট নুরুল হক, সাবেক সহ সভাপতি আলহাজ্ব শেখ মখন মিয়া চেয়ারম্যান, এডভোকেট আশুক উদ্দিন আশুক, সোনা মিয়া, জেলা বিএনপি’র বর্তমান যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, মহানগর বিএনপি’র কোষাধ্যক্ষ কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এমরান আহমদ চৌধুরী, সাবেক কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম ফারুক, তাতীদলের কেন্দ্রীয় সহ সভাপতি ফয়েজ আহমদ দৌলত, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র আহবায়ক নাজিম উদ্দিন লস্কর, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, তাতী দলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক শাহজামাল নুরুল হুদা, বিএনপি নেতা এ.কে.এম. তারেক কালাম, জেলা মহিলা দলের সভানেত্রী পাপিয়া চৌধুরী, জেলা জাসাসের আহবায়ক জসিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক অধ্যাপক আজমল হোসেন রায়হান, বিএনপি নেতা নুরুল মুমিন খোকন, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদিকা কাউন্সিলর সালেহা কবির শেপী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, আব্দুল ওয়াহিদ সোহেল, মওদুদুল হক মওদুদ, বিএনপি নেতা ফয়জুল কয়েছ, মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মতিউল বারী চৌধুরী খোর্শেদ, বিএনপি নেতা কাজী মুহিবুর রহমান, আব্দুর রহমান, শাহজাহান চৌধুরী, কামাল হাসান জুয়েল, কাউন্সিলর আমেনা বেগম রুমি, শাহিদুল ইসলাম কাদির, কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, আলতাফ হোসেন বেলাল, দীপক রায়, আসমাউল হাসনা খান, এডভোকেট খালেদ জুবায়ের, আব্দুল হান্নান, রায়হাদ বকস্ রাক্কু, শেখ তাজুল ইসলাম, অর্পন ঘোষ, সৈয়দ লোকমানুজ্জামান লোকমান, খালেদুর রশিদ ঝলক, আবদাল আহমদ, মল্লিক আহমদ, দেওয়ান নিজাম খান, আবদুল কাইয়ুম, কাহের আহমদ, কামাল হোসেন, ইমু চৌধুরী, সৈয়দ মুুজিবুর রহমান, খন্দকার এম আফজাল, হামিদ হোসেন, দেলোয়ার হোসেন প্রমুখ।