ছাতক উপজেলার ১৩ ইউনিয়নে আওয়ামী লীগ-বিএনপির প্রার্থী চুড়ান্ত

10641

ডেস্ক রিপোর্ট :: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছাতক উপজেলার ১৩টি ইউনিয়নে আওয়ামী লীগ ও ২০দলীয় জোটের প্রার্থী তালিকা চুড়ান্ত করা হয়েছে। উপজেলায় আওয়ামী লীগ ও ২০ দলীয় জোটের ২৬ জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। দু’টি দলেরই পর্যবেক্ষক টিমের দেয়া তথ্য অনুসারে তৃনমুল পর্যায়ে যারা জনপ্রিয় তাদেরকেই দলীয় মনোনয়ন দেয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। প্রার্থীদের মধ্যে বেশীর ভাগ প্রার্থীই বর্তমান চেয়ারম্যানরাই দলীয় মনোনয়ন লাভ করেছেন।

উপজেলায় ১৩টি ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থীরা হলেন- ছাতক সদর ইউনিয়নে সাইফুল ইসলাম, ইসলামপুর ইউনিয়নে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হেকিম, নোয়ারাই ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, কালারুকা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আবুল অদুদ, উত্তর খুরমা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বিল্লার আহমদ, চরমহল্লা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কদর মিয়া, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, সিংচাপইর ইউনিয়নে যুবলীগ নেতা সাহাব উদ্দিন সাহেল, জাউয়াবাজার ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম, দক্ষিন খুরমা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুল মছব্বির, ছৈলা-আফজলাবাদ ইউনিয়নে সাবেক চেয়ারম্যান গয়াছ আহমদ, দোলারবাজার ইউনিয়নে সায়েস্তা মিয়া ও ভাতগাঁও ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টারকে আ’লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে।

এদিকে ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে মধ্যে ১২টিতে বিএনপি ও ১টিতে খেলাফত মজলিসের প্রার্থী চুরান্ত করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। ছাতক সদর ইউনিয়নে বিএনপির জাহেদুল ইসলাম আহবাব, ইসলামপুর ইউনিয়নে খেলাফত মজলিসের মাওলানা আকিক হোসাইন, নোয়ারাই ইউনিয়নে বিএনপির সাবেক চেয়ারম্যান জোয়াদ আলী তালুকদার, কালারুকা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নজরুল হক, উত্তর খুরমা ইউনিয়নে বিএনপি নেতা আব্দুল আলিম, চরমহল­া ইউনিয়নে বিএনপির হাসনাত আহমদ, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নে বিএনপির দেলোয়ার হোসেন নাজমুল, সিংচাপইর ইউনিয়নে বিএনপির গাজী লিটন, জাউয়াবাজার ইউনিয়নে বিএনপির এনাম আহমদ, দক্ষিন খুরমা ইউনিয়নে বিএনপির জাহাঙ্গির আলম, ছৈলা-আফজলাবাদ ইউনিয়নে বিএনপির সাহেদ মিয়া, দোলারবাজার ইউনিয়নে বিএনপির নুরুল আলম ও ভাতগাঁও ইউনিয়নে বিএনপির ছমির উদ্দিন মাষ্টারকে ২০ দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে।