আওয়ামী লীগের জাতীয় সম্মেলন পেছাচ্ছে

10633ডেস্ক রিপোর্ট :: ঘোষিত তারিখে হচ্ছে না আওয়ামী লীগের জাতীয় সম্মেলন। আগামী ২৮ মার্চ দলটির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে কাউন্সিল সময় পেছানো হবে বলে সূত্রে জানা গেছে।

আগামী কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে সম্মেলনের পরবর্তী তারিখ নির্ধারণ করা হবে।

গত ৯ জানুয়ারি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় আগামী ২৮ মার্চ সম্মেলনের সিদ্ধান্ত নেয়া হয়। সে অনুযায়ী ইতোমধ্যে সম্মেলনের প্রস্তুতিও হিসেবে গত ২৫ ফ্রেবুয়ারি মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটির এক সভাও অনুষ্ঠিত হয়েছিল।

এ বিষয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘জাতীয় সম্মেলন তারিখ পেছানোর সম্ভাবনা আছে। তবে এখনো ঠিক হয়নি পরবর্তী তারিখ। এ বিষয়ে দলের কার্যনির্বাহী সংসদের সভায় সিদ্ধান্ত নেয়া হবে।’

আগামী এপ্রিলের মাঝামাঝি সময়ে সম্মেলনের তারিখ ঘোষনা আসতে পারে বলে আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে। সম্মেলনের তারিখ পেছানোর বিষয়ে দলীয় সভানেত্রীর সম্মতি আছে বলে জানা গেছে।

আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পর পর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েচে। ২০১২ সালের ২৯ ডিসেম্বর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। গত ডিসেম্বরে বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। গত ৯ জানুয়ারি কার্যনির্বাহী সংসদের সভায় সর্বসম্মতিক্রমে বর্তমান কমিটির মেয়াদ ৬ মাস বাড়ানো হয়েছে। সে অনুযায়ী আগামী জুন পর্যন্ত এই কমিটি বহাল থাকবে।