একুশে ফেব্রুয়ারী চেতনার হাত ধরে স্বাধীন বাংলাদেশ

Untitled-1 copyমহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেমুসাসের উদ্যোগে গত রবিবার সন্ধ্যায় আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ভাষাসৈনিক, শিক্ষাবিদ, প্রফেসর মো. আব্দুল আজিজ বলেন, ভাষাদিবসে আজ আমরা ভাষা আন্দোলনের শহীদদের স্বরণ করছি। তাদের আত্মত্যাগে আমরা বাংলা ভাষা পেয়েছি। আমরা বাঙ্গালী হিসাবে সর্বক্ষেত্রে বাংলাকে ব্যবহার করতে হবে। বাংলাকে পূর্ণ মর্যাদা দিতে হবে। তবে শহীদদের আত্মা শান্তি পাবে। আমরা বাঙালী জাতি হিসাবে আমাদের সমৃদ্ধ ভাষা থাকতে কখনো বিদেশি ভাষা ব্যবহার করতে পারি না। আমাদের ভাষা মায়ের ভাষাকে সর্বক্ষেত্রে ব্যবহার করতে হবে। একুশে ফেব্রুয়ারি POSPO STOBOK ORPON-21 Feb (1)চেতনার হাত ধরে স্বাধীন বাংলাদেশ অভ্যূদয় হয়। সভায় সহ-সভাপতি আ. ন. ম. শফিকুল হক বলেন, বাংলাদেশের স্বাধীনতার মূলে কাজ করেছে একুশের আন্দোলন। একুশের আন্দোলনে ঐক্যবদ্ধ জাতি ধাপে ধাপে সর্বশেষ আন্দোলন নয় মাসে আজকের এই বাংলাদেশ অর্জন। সহ-সভাপতি আবদুল হামিদ মানিক বলেন আমরা বাঙ্গালী হিসাবে জাতি স্বত্তার অধিকারী। সাধারণ সম্পাদক আজিজুল হক মানিক বলেন, বাংলা ভাষা হলো আমাদের জাতী সত্তার অঙ্কুর। সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আব্দুস সাদেক লিপনের সঞ্চালনায় ও লুৎফুর রহমান তোফায়েলের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক প্রভাষক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, পাঠাগার সম্পাদক নাজমুল আনসারী, নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী এডভোকেট, লেখক ও গবেষক সৈয়দ মোহাম্মদ তাহের, আব্দুল করিম কিম, সৈয়দ মোহাম্মদ তারেক এডভোকেট, শফিকুর রহমান চৌধুরী, আব্দুল্লাহ আল মাহমুদ, মামুন হোসেন বিলাল, মো. জি কিবরিয়া,আব্দুস শহিদ মাটি, জালাল জয়।
এছাড়া পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ একুশের ভোরে জাতীয় পতাকা অর্ধ নির্মিত রাখা হয় ও সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংসদের সভাপতি ভাষাসৈনিক ও শিক্ষাবিদ প্রফেসর মো. আব্দুল আজিজ, মুক্তিযোদ্ধা ও সহ সভাপতি আ. ন. ম. শফিকুল হক, সহ-সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এডভোকেট আব্দুস সাদেক লিপন, নির্বাহী কমিটির সদস্য সৈয়দ মোহাম্মদ তাহের, জীবন সদস্য শফিকুর রহমান চৌধুরী, বাদশা গাজী, অজিত রায় ভজন ও কেমুসাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সুয়েব আহমদ, মনির আহমদ, লিলু মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি