গোলাপগঞ্জ ব্যবসায়ী সমাজের উদ্যোগে পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা প্রদান

sirajul jabbarকেএম আব্দুল্লাহ, গোলাপগঞ্জ থেকে: গোলাপগঞ্জে ব্যবসায়ী সমাজ কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি নব-নির্বাচিত পৌর মেয়র সিরাজুল জব্বার চৌধুরী বলেছেন, শাসক নয় সেবক হিসেবে কাজ করে গোলাপগঞ্জ পৌরসভাকে একটি সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করতে চাই। অতীতে যেভাবে ব্যবসায়ীরা হয়রানীর শিকার হয়েছিলেন ৩০শে ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে এর সমাপ্তি হয়েছে। ব্যবসায়ীদের জন্য গোলাপগঞ্জ পৌরসভার দরজা সব সময় খোলা রয়েছে। আমার পরিষদের ১৩ জন সদস্য, আমরা একই পরিবারের লোক হিসেবে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে চাই। কোন বিভাজন নয়, ঐক্যই আমাদের মূল শক্তি, আর ঐক্যবদ্ধ পৌর পরিষদ নাগরিক সমাজের সেবাদানে সব সময় পাশে থেকে কাজ করবে। ব্যবাসায়ীদের বিভিন্ন অভিযোগ ও দাবীর বিষয়ের প্রতি গুরুত্ব দিয়ে তিনি বলেন, পর্যায় ক্রমে সব সমস্যা সমাধান হবে। তবে ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের কল্যাণে গোলাপগঞ্জ বাজারের উন্নয়নের লক্ষ্যে প্রথমেই প্রদক্ষেপ নেয়া হবে। এসময় তিনি পৌর পরিষদের সকল কাজে ব্যবসায়ী সমাজ সহযোগীতা করার জন্য আহবান জানান।
আজ শনিবার সকাল ১১টায় গোলাপগঞ্জ মৎস্য বাজার ও সবজি বাজার সমিতির যৌথ উদ্যোগে গোলাপগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলারদের সংবর্ধনা প্রদান করা হয়। মৎস্য বাজার ব্যবাসায়ী সমিতির সভাপতি ইজ্জাদ আলীর সভাপতিত্বে ও সবজি বাজার সমবায় সমিতির উপদেষ্টা এনামুল হক এনামের পরিচালনায় ও গোলাপগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা জমিল আহমদের পবিত্র কোরআন তেলাওয়াদের মাধ্যমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী, বক্তব্য রাখেন পৌর কাউন্সিলরদের মধ্যে হেলালুজ্জামান হেলাল, রুহিন আহমদ খান, নুরুল আম্বিয়া চৌধুরী জামিল, , সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির সেক্রেটারী ও সাংবাদিক আব্দুল আহাদ। সবজি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সেবুল আহমদ, সেক্রেটারী মুজিবুর রহমান, উপদেষ্টা ইউপি সদস্য সোলেমান আহমদ, সদস্য লায়েক আহমদ, মৎস্য বাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা অলিউর রহমান। এসময় মঞ্চে উপবিষ্ট ছিলেন কাউন্সিলরদের মধ্যে জহির উদ্দিন সেলিম, জবান আলী, ফজলুল আলম, আব্দুল জলিল, নাজিম উদ্দিন, জানাল আহমদ, মহিলা কাউন্সিলদের মধ্যে সোফিয়া খাতুন, মেহেরুন বেগম, মনোয়ারা ফেরদৌস। বিশিষ্ট নাগরিকদের মধ্যে এডভোকেট নিমার আলী, সমবায়ি ব্যক্তিত্ব নুরুল ইসলাম, সাবেক কমিশনার ফরিদ উদ্দিন ইরান, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সহ-সভাপতি ছয়ফুল হক কফ, কোষাধ্যক্ষ আবিদুর রহমান, সদস্য হেলাল আহমদ হেলাই, ব্যবসায়ী স্বপন মালাকার, মাওলানা ছাইদুর রহমান, ব্যবসায়ী দিলাল আহমদ, ছিদ্দেক আলী, ছালিক আহমদ, প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের সম্মানে স্বরচিত কবিতা পাঠ করেন ফরিদ আহমদ মন্টু।