আরিফের বাসায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা দুদু
ডেস্ক রিপোর্টঃ সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বহিস্কৃত মেয়র কারান্তরীণ আরিফুল হক চৌধুরীর বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের খোঁজ খবর নিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামছুজ্জামান দুদু।
শনিবার রাত ৮টায় তিনি সিলেট নগরীর কুমারপাড়াস্থ বাসায় যান। এসময় তিনি আরিফুল হক চৌধুরীর বৃদ্ধ মা আমিনা খাতুন এবং তার সহধর্মিনী সামা হক চৌধুরীর সাথে কথা বলেন।
আরিফুল হক চৌধুরীর পরিবারের সদস্যদের সান্তনা দিয়ে শামছুজ্জামান দুদু বলেন, মিথ্যা ও অন্যায়ভাবে আরিফুল হক চৌধুরীকে মাসের পর মাস কারান্তরীন রেখে প্রকারান্তরে সিলেটের জনগণেরই ক্ষতি করা হচ্ছে। সিলেট তথা দেশবাসীর দোয়া নিয়ে আরিফুল হক চৌধুরী শিগগিরই মুক্ত হবেন এবং তার প্রিয় শহরের উন্নয়নে নিবেদিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন দুদু।