ডিইউজের নেতৃত্বে শাবান-সোহেল

dujডেস্ক রিপোর্টঃ ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে-একাংশ) নির্বাচনে শাবান মাহমুদ সভাপতি ও সোহেল হায়দার চৌধুরী সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে শাবান মাহমুদ পেয়েছেন ৮৫৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কুদ্দুস আফ্রাদ পেয়েছেন ৬৬৭ ভোট। সাধারণ সম্পাদক পদে সোহেল হায়দার চৌধুরী পেয়েছেন ৫৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাজ্জাদ আলম খান তপু পেয়েছেন ৪৪৮ ভোট। গতকাল জাতীয় প্রেস ক্লাবে রাত সোয়া ৯টায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান এই ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আতিকুর রহমান চৌধুরী। তিনি পেয়েছেন ৭৪৯ ভোট। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে শাহানা শিউলি (৫৫২ ভোট), সাংগঠনিক সম্পাদক পদে শাহজাহান মিয়া (৪৯৭ ভোট), কোষাধ্যক্ষ পদে সেবিকা রাণী (৬০৭ ভোট), প্রচার সম্পাদক পদে আখতার হোসেন (৫৯৪ ভোট), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মজিবুর রহমান খান বাবু (৯১৮ ভোট), জনকল্যাণ সম্পাদক পদে উম্মুল ওয়ারা সুইটি (১০৪৯ ভোট), দপ্তর সম্পাদক পদে মনিরুজ্জামান উজ্জ্বল (৭১২ ভোট) নির্বাচিত হয়েছেন। এর আগে সকাল ৯টায় নির্বাচন শুরু হয়। শেষ হয় বিকেল ৫টায়। নির্বাচনে পাঁচটি প্যানেলে মোট ৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর বাইরেও বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন।