শাবিতে চোরচক্র বেপরোয়া, কর্তৃপক্ষ উদাসীন
শাবি প্রতিনিধি: সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বেপরোয়া হয়ে ওঠেছে চোরচক্র। একের পর ঘটাচ্ছে চুরির ঘটনা। তবে এ বিষয়টি নিয়ে যেন উদাসীন অবস্থায় রয়েছে শাবি কর্তৃপক্ষ। কোনো পদক্ষেপই নেওয়া হচ্ছে না চুরি দমাতে।
শাবি ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে একের পর এক চুরির ঘটনা ঘটছে। চোরেরা বিভিন্ন ভবনে হানা দিয়ে নিয়ে যাচ্ছে মুল্যবান জিনিসপত্র।
সর্বশেষ মঙ্গলবার রাতে শারীরিক শিক্ষা ভবনে চুরির ঘটনা ঘটে। চোর দুইটি ল্যাপটপ, একটি স্ক্যানার মেশিন, তিনটি মাইকসহ প্রায় এক লাখ টাকার মালামাল নিয়ে যায়।
শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক চৌধুরী সাউদ বিন অম্বিয়া জানান, নীচতলায় অবস্থিত মেয়েদের ব্যায়ামাগারের গ্রীল কেট ভেতওে ঢুকে দুইটি ল্যাপটপ, একটি স্ক্যানার মেশিন, তিনটি মাইকসহ মালামাল নিয়ে গেছে। তাছাড়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য রাখা জার্সিও নিয়ে গেছে।
এর আগে গত ৯ জানুুয়ারি বিশ্ববিদ্যালয়ের অন্যতম সংগীত বিষয়ক সংগঠন রিমের বাদ্যযন্ত্র চুরির ঘটনা ঘটে। ২৮ জানুয়ারি বিশ^বিদ্যালয়ের ড. এম ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবন থেকে কম্পিউটার যন্ত্রাংশ চুরি হয়। এর তিনদিনের মাথায় পরিসংখ্যান বিভাগের ৩০৯ নাম্বার কক্ষ থেকে কম্পিউটার ল্যাবের যন্ত্রাংশ চুরি হয়।
এ বিষয়ে বিশ^বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. রাশেদ তালুকদার বলেন, ক্যাম্পসে চুরির ঘটনা কোনভাবেই মেনে নেয়া যায় না। শারীরিক শিক্ষা ভবনের চুরির ঘটনা জানার পরে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ব্যাপারে জালালাবাদ থানার কর্মরত পুলিশের এসআই অমিত সাহা বলেন, শারীরিক শিক্ষা দপ্তরের খবর পেয়ে পুলিশ প্রাথমিকভাবে তদন্ত করেছে। বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ লিখিত অভিযোগ করলে যথাযথ ব্যবস্থা হবে।