জকিগঞ্জের ফুলতলীতে লাখো মানুষের ঢল

সকল কাজে আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী

Photo Fultoli 15.1.15(1)আল হাছিব তাপাদার,জকিগঞ্জঃ হরতাল-অবরোধ স্বত্বেও গতকাল বৃহস্পতিবার জকিগঞ্জের ফুলতলীতে নেমেছিল লাখো মানুষের ঢল। উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ শামছুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)’র ৭ম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে লোকে লোকারণ্য হয় ফুলতলী ছাহেব বাড়ী সংলগ্ন বালাই হাওর। ঈসালে সওয়াব মাহফিল উপলক্ষে আগের দিন থেকেই ফুলতলীতে জমায়েত হন মুরিদীন, মুহিব্বীন ও সর্বস্থরের মুসলিম জনতা। সকাল সাড়ে ১০টায় আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী এতীমখানার হাজারো এতীমকে নিয়ে হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে মাহফিলের কার্যক্রম শুরু হয়। সকাল ১১ ঘটিকায় অুষ্ঠিত হয় খতমে কুরআন, খতমে বুখারী, খতমে খাজেগান ও দালাইলুল খায়রাত শরীফের খতম। মাহফিলে সভাপতিত্ব করেন আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী’র সুযোগ্য উত্তরসূরী মুর্শিদে বরহক উস্তাযুল উলামা ওয়াল মুহাদ্দিসীন হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, আমাদের সকল কাজে আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। হাশরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করেন ‘কি নিয়ে এসেছে’ তখন কী জবাব দিবে? সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.) যখন ওয়ায করতেন তখন বলতেন, হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো। তিনি বলেন, গভীর রাতে দাম্ভিক মস্তক অবনত করে চিন্তা করুন কত মানুষ ভুখা-নাঙ্গা, কত মানুষ এতীম-অসহায়, নির্যাতিত নিপিড়িত মানুষ নিয়ে চিন্তা করুন, শুধু নিজেকে নিয়ে ভাবলে চলবে না। তিনি আরও বলেন, মানুষের মধ্যে দূরত্ব কমাতে হবে, ভিন্নধর্মী যে সেও আমার ভাই সবাই একই আল্লাহর সৃষ্টি ও একই আদমের সন্তান। তাকে কাছে টানতে হবে, দীনের দাওয়াত দিতে হবে। মুসলমানদের পরষ্পরের মধ্যে ছোটখাটো মতানৈক্য পরিহার করতে হবে।

বাংলাদেশ আন্জুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা মুহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী’র পরিচালনায় মাহফিলে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইছামতি কামিল মাদরাসার সাবেক প্রিন্সিপাল শায়খুল হাদীস আল্লামা হবিবুর রহমান, ভারতের উজানডিহির পীর ছাহেব মাওলানা সায়্যিদ মোস্তাাক আহমদ আল মাদানী, ফুলতলী কামিল মাদরাসার প্রিন্সিপাল আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী, দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক জনাব মাওলানা কবি রূহুল আমীন খান, মাওলানা শিহাব উদ্দিন চৌধুরী ছাহেবজাদায়ে ফুলতলী, মাওলানা মুফতী গিয়াস উদ্দিন চৌধুরী ছাহেবজাদায়ে ফুলতলী, ঢাকা নেছারিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা কাফীলুদ্দীন ছালেহী, সোবহানীঘাট কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী, সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, মুফতী মাওলানা আবূ নছর জিহাদী, জালালপুর জালালিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা জ.উ.ম আব্দুল মুনঈম, সৎপুর কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শফিকুর রহমান, মুহাদ্দিছ মাওলানা ছালিক আহমদ, রাখালগন্জ সিনিয়র মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হবিবুর রহমান, বুরাইয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারূকী, ঢাকা মহাখালী কামিল মাদরাসার মুহাদ্দিছ মাওলানা মাহবূবুর রহমান, দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসার মুহাদ্দিছ মাওলানা বদরুজ্জামান রিয়াদ, মাওলানা শামসুদ্দীন নূরী, মাওলানা আবদুল বারী জিহাদী, মাওলানা মোশাহিদ আহমদ কামালী, মাওলানা আব্দুস সোবহান জিহাদী প্রমুখ।
মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের উজানডিহির পীর ছাহেব মাওলানা সায়্যিদ জুনাইদ আহমদ আল মাদানী, মাওলানা আব্দুল কুদ্দুছ আমরোটি, জালালিয়া কামিল মাদরাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা শুয়াইবুর রহমান, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাইয়ূম সিদ্দিকী, ইছামতি কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাশুক আহমদ, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী, সিলেট জেলা বিএনপি’র সহ-সভাপতি আলহাজ্ব শেখ মকন মিয়া, ভারতের মাওলানা আনোয়ার উদ্দিন, মাওলানা মাহবূবুর রহমান, বুরাইয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবুল হাসান মুহাম্মদ নূরুল হক, ভারতের বিশিষ্ট রাজনীতিবিদ আজিজুর রহমান তালুকদার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের জেনারেল সেক্রেটারী হাফিয মাওলানা ফখরুদ্দীন চৌধুরী ফুলতলী, মাওলানা মুজিবুর রহমান ভাদেশ্বরী, কারী গিয়াস উদ্দিন, ফুলতলী কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুর রহীম, মাথিউউরা সিনিয়র মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবদুল আলিম, স্কুল অব এক্সেলেন্স-এর ভাইস প্রিন্সিপাল মাওলানা গুফরান আহমদ চৌধুরী, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা শামসুল ইসলাম, সৎপুর কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমান, সোবহানীঘাট কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আবূ ছালেহ মুহাম্মদ কুতবুল আলম, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি বেলাল আহমদ, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের কোষাধ্যক্ষ হাফিয আশিকুর রহমান, ভাদেশ্বর আলিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শুয়াইবুর রহমান, এলাহাবাদ আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু তাহির হুসাইন, মাদারবাজার হাফিজিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ ড. সৈয়দ শহীদ আহমদ বোগদাদী, মাওলানা ইলিয়াস হোসাইন, মাওলানা হেলাল উদ্দীন সিরাজী, মাওলানা ফরিদ আহমদ হবিগন্জী, মাওলানা আব্দুর রহমান নেজামী, মাওলানা আব্দুল ওয়াদুদ, আলহাজ মোস্তফ্ াআলী, মৌলভীবাজার উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউর রহমান টিপু, দক্ষিন সুরমা ভাইস চেয়ারম্যান শাহ ইমাদ উদ্দিন নাসিরী, বিশ্বনাথ আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুমান আহমদ, আল ইসলাহ নেতা, মাওলানা আবু তাহির খালিদ, আলহাজ শাহজাহান মিয়া, আলমগীর হোসেন, আজির উদ্দিন পাশা, মাওলানা আতাউর রহমান, মাওলানা আলী আসগর খান, চেয়ারম্যান এম.এ রশিদ বাহাদুর প্রমুখ।