হালিমার খুনিদের ফাঁসি না হলে তেল-গ্যাস সরবরাহ বন্ধের হুমকী

DSC_0033ডেস্ক রিপোর্ট: বিশ্বনাথে খুন হওয়ায় হালিমা আক্তারের স্বামীসহ হত্যাকান্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তার পিতৃভূমি গোলাপগঞ্জের সর্বস্তরের মানুষ। অন্যথায় তারা গোলাপগঞ্জে উত্তোলিত তেল ও গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ারও হুমকি দেন।
অন্তসত্তা হালিমা আক্তার হেলেন হত্যার প্রতিবাদ এবং সকল আসামিকে গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে বুধবার বেলা ৩টায় গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ চৌমূহনীতে অনুষ্ঠিত মানববন্ধনে এ হুশিয়ারি প্রকাশ করা হয়।
আমরা গোলাপগঞ্জবাসীর ব্যানারে মানববন্ধনে একাত্মতা ঘোষণা করেন মুক্তিযোদ্ধা সংসদ গোলাপগঞ্জ উপজেলা শাখা, পরিবেশ ও মানবাধীকার উন্নয়ন সোসাইটি, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র (বাসক), দক্ষিণ মদনগৌরী মানব কল্যাণ পরিষদ, ডিএনসিসি স্পোটিং ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন।
মানববন্ধনে বক্তরা বলেন, অন্তসত্তা হালিমা আক্তার হেলেন হত্যাকান্ডে জড়িত সবাইকে ফাঁসিতে ঝুলাতে হবে। অন্যথায় আরে কঠোর আন্দোলন কর্মসূচী দেওয়া হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন আমরা গোলাপগঞ্জবাসীর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এমএ বাছিত, বীর মুক্তিযোদ্ধা ছানা মিয়া, বীর মুক্তিযোদ্ধা চেরাগ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, ৩নং ফুলবাড়ী ইউ/পি চেয়ারম্যান এডভোকেট মামুন আহমদ রিপন, রাজনীতিবীদ আলী আকবর ফখর, এমএ হানিফ খান, মশাহিদ আলী, আনোয়ার হোসেন সুনা, তেরা মিয়া, এনাম আহমদ, আব্দুল আহাদ, আব্দুল খালিক, আতা মিয়া, সাবেক ইউ/পি সদস্য মুজিবুর রহমান, ছালিক মিয়া, ইউ/পি সদস্য জামাল আহমদ, দারা মিয়া, মানবাধিকার কর্মী শফিকুর রহমান, শফিক আহমদ, মিডিয়া ব্যক্তিত্ব আতাউর রহমান আতা, শাহিন আহমদ, সমাজ সেবক হাসনু মিয়া, ফজলুর রহমান, দারা মিয়া, আব্দুল কাদির, আব্দুল মুহিত, মখলিছ মিয়া, জায়েদ আহমদ জুনু, রফিক আহমদ, জামাল আহমদ, শরিফ উদ্দিন, গিয়াস উদ্দিন, আব্দুল আহাদ, সুফিয়ান আহমদ, আব্দুল মুকিত, মন্তু মিয়া, মসুদ আহমদ, প্রভাষক সেলিম উদ্দিন, মুক্তাদির মাস্টার, মানবাধীকার কর্মী ও সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান জিলু, ফটোসাংবাদিক মোঃ আল- আমিন, পরিবেশ ও মানবাধীকার কর্মী জলিলুর রহমান, সাবেক ছাত্রনেতা জিল্লুর রহমান দিলু, মানবার্ধীকার কর্মী সোহেল আহমদ, ছাদিকুর রহমান, নাজমুল হক মিলাদ, হাসান আহমদ, আং খালিক হিরণ, ছাত্রনেতা ফজল আহমদ, সরফরাজ হোসেন শরিফ, আবু ছাইদ, জাহাঙ্গির হোসেন, জাফরুল আহমদ, জুবের আহমদ, শাহান আহমদ, রুহেল আহমদ, আব্দুল হান্নান, হেলাল আহমদ, আনছার আহমদ