সিলেটের নারী উদ্যোক্তা ও সিলেট স্টীট ফাইটার্স এর সহযোগিতায় গতকাল শুক্রবার নগরীর জিন্দাবাজার এলাকায় গরীব অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি কাউন্সিলর শামীমা স্বাধীন, সিলেটের নারী উদ্যোক্তা ও বিশিষ্ট সমাজসেবী আসমাউল হাসনা খান। নারী উদ্যোক্তা রাবেয়া আক্তার রিয়া, রাহিলা জেরিন কানন, সিলেটের শেফ মাস্টার সাবিনা খান, সিলেট স্টীট ফাইটার্সের আব্দুল্লাহ আল আমিন শুভ, হাসান মাহমুদ অপি, হাসান মাহমুদ রুম্মান, মারজান আল সিদ্দিকী, মাহফুজ আহমেদ, আনান আহমদ, খলিলুর রহমান রায়হান, রেদোয়ান আহমেদ রেজা, মাহমুদুল হাসান মাহফুজ প্রমূখ।