রানা প্লাজা হত্যা মামলা: রাজউক কর্মকর্তা কারাগারে

16448ডেস্ক রিপোর্টঃ সাভার থানায় রানা প্লাজা হত্যা মামলায় রাজউকের ইমারত উপ-পরিদর্শক আওলাদ হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৮ ফেব্রুয়ারি) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজিদা তাহমিদার আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কোর্ট ইন্সপেক্টর আসাদুজ্জামান জানান, রানা প্লাজা হত্যা মামলায় মোট ৪৩ আসামির মধ্যে ২৭ জন কারাগারে আছেন। বাকি ১৬ জন এখনও পলাতক।