পুনর্গঠিত হল আপিল বিভাগের বেঞ্চ

16432ডেস্ক রিপোর্টঃ আপিল বিভাগের বেঞ্চ নতুন করে গঠন করা হয়েছে। নতুন তিন বিচারপতি শপথ নেয়ার পরই এই উদ্যোগ নেয়া হল।

গঠিত নতুন এ বেঞ্চে প্রধান বিচারপতি এসকে সিনহার সঙ্গে থাকবেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মাদ বজলুর রহমান।

অপর বেঞ্চে থাকবেন বিচারপতি আব্দুল ওয়াহাব মিঞা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি ইমান আলী, বিচারপতি মোহাম্মাদ নিজামুল হক নাসিম।

বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন, সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ।

সোমবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি এস কে সিনহার কাছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন তিন বিচারপতি।

শপথ অনুষ্ঠান পরিচালন করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম। এ সময় সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের প্রায় সব বিচারপতি উপস্থিত ছিলেন।

এর আগে সর্বশেষ ২০১৩ সালের ২৮ মার্চ একসঙ্গে চারজনকে আপিল বিভাগে নিয়োগ দেওয়া হয়েছিল। তারা হলেন- বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হক, বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।

তাদের মধ্যে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ছাড়া বাকি তিনজন ইতোমধ্যে অবসরে গেছেন।