অপরাধ দমনে আইনশৃংলা বাহিনীকে সহযোগিতা করতে হবে : এমপি মাহমুদ-উস-সামাদ চৌধুরী
সিলেট ৩ আসনের এমপি মাহমুদ-উস-সামাদ চৌধুরী বলেছেন, অপরাধ দমনে আইন শৃংখলা বাহিনীকে সহযোগিতা করতে জনগণকে এগিয়ে আসতে হবে। শীত মৌসুমে অপরাধীরা তাদের অপকর্ম চালানোর জন্য তৎপর থাকে। সূযোগ বুঝে অপরাধীরা ডাকাতি ছিনতাইসহ বিভিন্ন অপরাধ সংঘঠিত করে থাকে। এসব চক্রের প্রতিরোধে আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি জনগণকে সোচ্ছার ভুমিকা পালন করতে হবে। যাতে সমাজ থেকে অপরাধ দুর হওয়ার পাশাপাশি সাধারণ মানুষ শান্তিতে বসবাস করে।
জনগণের জান মালের নিরাপত্তা নিশ্চিত থাকলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব। জঙ্গী তৎপরতা যাতে আশ্রয় বা পশ্রয় না পায়,সে জন্য সকলকে সজাগ থাকার আহবান জানান তিনি।
এমপি মাহমুদ-উস-সামাদ চৌধুরী গতকাল রোববার ৭ ফেব্রুয়ারী সকালে দক্ষিণ সুরমা উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা পান্না, সহকারী কমিশনার (ভুমি) বিজেন ব্যানারর্জী,দক্ষিণ সুরমা থানার ওসি এসএম আতাউর রহমান, মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাইফুল আলম, জেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মঈনুল ইসলাম ও কবির উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব চুনু মিয়া, যুগ্ন-সম্পাদক রাজ্জাক হোসেন, লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খান, মোগলাবাজার ইউপি চেয়ারম্যান মাহমুদুল হক সোহেল, দাউদপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম আলম, দক্ষিণ সুরমা প্রেসকাব সভাপতি আজমল খান, বরইকান্দি ইউপির সদস্য মাছুম আহমদ, মোল্লারগাঁও ইউপির সদস্য জবরুল ইসলাম জগলু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি