কমলগঞ্জের শমশেরনগরে পিঠা উৎসব ॥ দর্শনার্থীদের ঢল

Kamalgonj-06বিশ্বজিৎ রায়, কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইলেভেন ষ্টার মাঠে ঐতিহ্যের দশম আয়োজন পিঠা উৎসব-২০১৬ শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হয়। হাজারো ক্রেতা ও দর্শকদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে শমশেরনগর পিঠা উৎসব স্থল। শনিবার সকাল ৮টা থেকে উৎসব স্থলের ৪টি স্টল সাজিয়ে দেশী নানা রকমের পিঠার ঢালা সাজিয়ে পিঠা বিক্রয় শুরু হয়। তবে এবার পিঠা উৎসবে বিখ্যাত শেফ টমি মিয়া ইনষ্টিটিউট এর একটি ষ্টল ছিল। পিঠা উৎসব পরিদর্শন করেন মৌলভীবাজারের জেল সুপার মো. আল আমিন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম প্রমুখ। শমশেরনগর পিঠা উৎসবকে সমৃদ্ধ করতে বিকাল ৫ টায় কৌতুক, গান পরিবেশন করা হয়েছে। রাতে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।