সিলেট মহানগর বিএনপির সম্মেলনে কে পেলেন কত ভোট?
ডেস্ক রিপোর্টঃ সিলেট মহানগর বিএনপির সম্মেলন রোববার সম্পন্ন হয়েছে। সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে সিলেট বিএনপির গুরুত্বপূর্ণ এ শাখার নেতৃত্ব নির্বাচন করা হয়। নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হওয়া নাসিম হোসাইন পেয়েছেন ৪৪ ভোট। এ পদে প্রতিদ্বন্দ্বিকারী অপর দু’প্রার্থীর মধ্যে ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ২৮ এবং আব্দুল কাইয়ুম জালালী পংকী পেয়েছেন ৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে জয়ী বদরুজ্জামান সেলিম পেয়েছেন ৫৩ ভোট। এ পদের প্রতিদ্বন্দ্বিতাকারী ফরহাদ চৌধুরী শামীম ২১ ও রেজাউল হাসান কয়েস লোদী পেয়েছেন ৪ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী মিফতাহ সিদ্দিকী পান ১৮ ভোট। এছাড়া এ পদে লড়াই করা এমদান হোসেন চৌধুরী ১৬, আজমল বখত সাদেক ১৩, হুমায়ুন কবীর শাহীন ১০ ও এডভোকেট রোকসানা বেগম শাহনাজ ৮ ভোট পেয়েছেন। তবে কোনো ভোটই পাননি মাহবুব চৌধুরী ও মো. আফজাল উদ্দিন।