মনোনয়ন অবৈধ ঘোষণার বিরুদ্ধে কাদের সিদ্দিকীর আপিল
ডেস্ক রিপোর্টঃ টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ নয় বলে হাইকোর্ট যে রায় দিয়েছে তা স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন জানিয়েছেন তিনি।
আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালতে এ আবেদন জানানো হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন কাদের সিদ্দিকীর আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। তিনি জানান, আজ এ ব্যাপারে শুনানি হতে পারে।
কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর করা রিট খারিজ করে দিয়ে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ গত বৃহস্পতিবার কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ নয় বলে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্ত বহাল রেখে রায় দেন।