সোহরাওয়ার্দী উদ্যানে কাউন্সিলের অনুমতি পেয়েছে বিএনপি

rizviডেস্ক রিপোর্টঃ ১৯ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জাতীয় কাউন্সিলের অনুমতি দিয়েছে গণপূর্ত বিভাগ। শুক্রবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কথা জানান ।
রিজভী জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুমতি দেয়া সাপেক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে কাউন্সিল করার অনুমতি দিয়েছে গণপূর্ত বিভাগ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আসন্ন কাউন্সিল উপলক্ষে সারা দেশে বিভিন্ন শাখা থেকে দুইজন কাউন্সিলরের নাম চেয়েছে বিএনপি। একই সঙ্গে আন্দোলন সংগ্রামে নিহতদেরও নামের তালিকা চাওয়া হয়েছে শাখাগুলো থেকে।
২৩ জানুয়ারির দলের জাতীয় স্থায়ী কমিটির সভায় জাতীয় কাউন্সিলের বিষয়ে সিদ্ধান্ত হয়। সেসময় কাউন্সিলের জন্যে বিএনপির প্রথম পছন্দ ছিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, সেখানে অনুমতি না মিললে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অথবা সোহরাওয়ার্দী উদ্যান। প্রসঙ্গত, বিএনপির সর্বশেষ কাউন্সিল হয়েছিল ২০০৯ সালের ৮ ডিসেম্বর।