সিলেট উন্নয়ন সংস্থার পক্ষ থেকে সিলেট প্রেসকাব নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান
সাংবাদিকরা হচ্ছেন দেশ ও জাতির বিবেক
…বিভাগীয় কমিশনার
সিলেটের বিভাগীয় কমিশনার মো: জামাল উদ্দীন আহমেদ বলেছেন, সাংবাদিকরা হচ্ছেন দেশ ও জাতির বিবেক। তাদের লেখনির মাধ্যমে সমাজের সঠিক চিত্র ফুটে উঠে। সিলেট প্রেসকাবের রয়েছে অনেক অতীত গৌরব উজ্জল ইতিহাস ঐতিহ্য। সেই ঐতিহ্য রক্ষায় সিলেট প্রেসকাব নেতৃবৃন্দ কাজ করে যাচ্ছেন। তাদের বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের নানা অসংগতি দূরীকরণে বলিষ্ট ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। তিনি গত ৩ ফেব্রুয়ারী বুধবার সিলেট উন্নয়ন সংস্থা আয়োজিত সিলেট প্রেসকাব নেতৃবৃন্দের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সিলেট উন্নয়ন সংস্থার সভাপতি মো: আলী আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. এহছানুল করিম মিশুর পরিচালনায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সিলেট উন্নয়ন সংস্থার সহ সভাপতি করিব আহমদ খান, সংবর্ধিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট প্রেসকাবের নব নির্বাচিত কমিটির সভাপতি ইকরামুল কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, দৈনিক কাজির বাজার পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ সুজাত আলী, বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. হাবিবুর রহমান, দৈনিক সিলেট বাণী পত্রিকার নির্বাহী সম্পাদক এম.এ হান্নান।
সংবর্ধিত অতিথি সিলেট প্রেসকাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সহ সাধারণ সম্পাদক শাহাব উদ্দীন শিহাব, কোষাধ্যক্ষ মো: আফতাব উদ্দিন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আব্দুল আহাদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক আবু সাঈদ মো: নোমান, সদস্য আনিস রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলার শামীমা স্বাধীন, দিবা রানী দে বাবলী, বাউল কল্যাণ পরিষদের সভাপতি কামাল উদ্দিন রাসেল, এসিড সন্ত্রাস নির্মূল কমিটির সাধারণ সম্পাদক জুরেজ আব্দুল্লাহ গোলজার, মানবাধিকার কমিশন সিলেট মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সুনামগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদের সহ সভাপতি আলী আহসান হাবিব। সংগঠনের সদস্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি ডা. এ এম শিহাব উদ্দিন, সহ সভাপতি মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলী আকবর রাজন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: নাসির উদ্দিন, উপস্থিত ছিলেন সহ সভাপতি নাহিদা আক্তার রুমা, সহ সাধারণ সম্পাদক রুবি রহমান, আব্দুল মোমিন লাহিন, রবি দেব, হিফজুর রহমান, রেহানা ফারুক শিরিন, শামসুল আলম মিছবাহ, মিলি বেগম, মারুফ আহমদ, মিজানুর রহমান, সালেহ আহমদ তাপাদার, রুমান আহমদ রাজু, পারভেজ আহমদ, এহিয়া বিন আনোয়ার চৌধুরী, আবিদুল হক সাহান, নাজমুল হোসাইন মুন্না, বদরুল প্রমূখ।