পাড়া মহল্লায় খেলাধুলার আয়োজন দক্ষ খেলোয়াড় সৃষ্টিতে সহায়ক
জৈন্তাপুরে এম লিয়াকত আলী ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন কালে বক্তারা
জৈন্তাপুর উপজেলায় এম লিয়াকত আলী ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার রাজকুমারী ইরাদেবী মিলনায়তন মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ জাকারিয়া আহমদ। সুমন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নাছির উদ্দিন খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক এডিশনাল পিপি এডভোকেট মাহফুজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট নাছির উদ্দিন খান বলেন, খেলাধুলায় বাংলাদেশ এখন অনেক দূর এগিয়ে গেছে। পাড়া মহল্লায় খেলাধুলার আয়োজনের মধ্য দিয়ে দক্ষ খেলোয়াড় গড়ে তোলা সম্ভব। বর্তমানে ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রধান বক্তার বক্তব্যে এডভোকেট মাহফুজুর রহমান বলেন, পল্লীর এই প্রান্তরে বর্ণাঢ্য ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ। কেননা ক্রীড়া ক্ষেত্রে আমাদের অনেক গৌরব রয়েছে। সেটাকে সাফল্যের শিখরে নিয়ে যেতে নতুন নতুন প্রতিভা সন্ধান করতে হবে। সেক্ষেত্রে এ ধরণের আয়োজন ক্রীড়া উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা অফিসার ইনচার্জ সফিউল কবির, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট আজমল আলী, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি এখলাছুর রহমান, কোম্পানীগঞ্জ থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দীন, চিকনাগুল ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রহমত আলী, কয়লা, চুনাপাথর আমদানীকারক সভাপতি গোলাম নবী ভূইয়া, ১নং ইউপি আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান বাবুল, বিশিষ্ট সমাজ সেবক ও আ’লীগ নেতা আব্দুল মতিন শাহিন, ব্যবসায়ী জালাল উদ্দিন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া মাহমুদ, আওয়ামীলীগ নেতা আলাউর রহমান সাহেদ, নিজপাট ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ডাকবাংলো ক্রিকেট কাবের সভাপতি ইলিয়াছ উদ্দিন লিপু, ইমাম উদ্দীন, মাহবুব আলম প্রমূখ।