মাধবপুরে সংঘর্ষে নারীসহ নিহত ২ : আহত ২০

Kuakata Fight 30-12-2015ডেস্ক রিপোর্টঃ পূর্ব বিরোধের জের ধরে হবিগঞ্জের মাধবপুরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কমপক্ষে ২০জন। বুধবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার খাটুরা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন- রুকেয়া বেগম (২২) ও আব্দুল জলিল (২৮)।
এলাকাবাসী ও পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই গ্রামের খলিলুর রহমান ওরফে চুট্টো মিয়া মেম্বারের সঙ্গে একই গ্রামের ফজল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে গোষ্ঠীগত দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে রোববার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অর্ধ শতাধিক লোক আহত হন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে লিপ্ত হয়। এতে চুট্টো মিয়া মেম্বার গ্রুপের রুকেয়া বেগম ও ফজল মিয়া গ্রুপের আব্দুল জলিল নিহত হন। আহত হন আরও কমপক্ষে ২০জন।
আহতদের হবিগঞ্জ ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাধবপুর থানার ওসি মোল্লা মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে।