ভর্তি ফি কমানোর দাবিতে মদন মোহন কলেজ অধ্যক্ষ অবরুদ্ধ

modon mohon collegeসুরমা টাইমস রিপোর্টঃ সিলেট মদন মোহন কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহকে বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘন্টা অবরুদ্ধ করে রাখে কলেজের সাধারণ শিক্ষার্থীরা। ভর্তি ফি কমানোর দাবিতে মদন মোহন কলেজে অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থিরা। এ সময় শিক্ষার্থীরা তাদের ৭ দফা দাবি জানায়। দাবি বাস্তবায়ন না হলে কলেজের ভর্তি কার্যক্রম বন্ধ করে দেয়ার হুশিয়ারি উচ্চারণ করেছেন শিক্ষার্থীরা। সেশন ফি সহ বেতন ৮ হাজার টাকা থেকে সাড়ে ৩ হাজার টাকা করা, মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ফি মওকুফ, শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ, পরিবহন সমস্যার সমাধান, স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র চালু, কলেজে নিয়মিত পাঠদান করানো, শিক্ষার্থীদের আবাসন সমস্যার সমাধান- এই ৭ দফা দাবিতে বুধবার সকাল ১১টা থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কলেজ অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়। দুপুর ১টা পর্যন্ত তাকে অবরুদ্ধ করে রাখার সময় শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন আলী হোসেন, হেলাল আহমদ, কাজী মেরাজ, সুমন আহমদ প্রমুখ। তবে কোনো ভাংচুর বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মদন মোহন কলেজ ছাত্রলীগের সভাপতি অরুন দেবনাথ সাগর জানান- ছাত্রলীগের জুনিয়র কর্মীরা হয়তো বিক্ষোভ মিছিল করতে পারে।