চন্দরপুর-সুনামপুর ব্রীজের উপর বাতি বসানো এখন সময়ের দাবি

wwwwwwগোলাপগঞ্জ প্রতিনিধিঃ গোলাপগঞ্জে চন্দরপুর সুনামপুর ব্রীজের উপর সড়ক বাতি বসানো এখন সময়ের দাবি। বহুল কাঙ্খিত চন্দরপুর-সুনামপুর ব্রীজের উদ্বোধন হওয়ায় স্বস্তি পেয়েছে কুশিয়ারা জনপদের প্রায় ৫০টি গ্রামের লক্ষাধিক মানুষ।প্রতিদিন এ সেতু দিয়ে চন্দরপুর,বানীগাজি,কালিডহর,বণগ্রাম,বাগিরঘাট, কালিজুরী,আছিরগঞ্জ,খাগাইল,  হলিমপুর,দেবারাই, আমকোনা, নোয়াই, মোল্লারচক, ছয়ঘরি,বাগলা, ছালিকোনা,বাগলা বাজার কেটকোনা বাদেপাশা এলাকার জনসাধারণ ও কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা যাতায়াত করে।এই সেতু হওয়াতে এসব এলাকার লোকজনের নদী পারাপারের কষ্ট লাঘব হলেও বীজের উপর বাতি না থাকায় অনেকটা জীবনের ঝুঁকি নিয়েই তারা রাতে যানযোগে ব্রীজ পার হচ্ছেন।ব্রীজের উপর সড়ক বাতি না থাকায় রাতে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে দাড়িয়েছে। যে কোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের দূর্ঘটনা।রাতের অন্ধকারে ছিনতাইয়েরও অনেক আশঙ্কা রয়েছে।
ইতিমধ্যে  ছোটখাটো কয়েকটি দুর্ঘটনা এই ব্রীজে ঘটেছে।এতে কয়েকজন আহতও হয়েছেন। ব্রীজের পাশে থাকা কয়েকটা পিলার গাড়ির ধাক্কা লেগে ভেঙেও গেছে।সিএনজি চালক জইন উদ্দিন জানান রাতের বেলায় ব্রীজ পারাপারে যানবাহনের লাইটে যথাপোযুগি আলো দেখতে অসুবিধা হয়।এতে যে কোন সময় বড় ধরনের সড়ক দুর্ঘটনা হতে পারে।এ সমস্যা সমাধানে চন্দরপুর সুনামপুর বাসি গোলাপগঞ্জ -বিয়ানীবাজারের সফলশিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাহেবের দৃষ্টি আকর্ষণ করেছেন।