গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ সম্পন্ন

কেএম আব্দুল্লাহ গোলাপগঞ্জ থেকে ঃ গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গত শনিবার দুপুরে জামেয়া মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র সিরাজুল জব্বার চৌধুরী। জামেয়ার প্রিন্সিপাল মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল জিন্নুর আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, শাবি’র ডেপুটি রেজিষ্ট্রার আহমদ মাহবুব ফেরদৌস, যুক্তরাজ্য প্রবাসী শিক্ষাবিদ চৌধুরী বখতিয়ার এহিয়া রেহেল ও গোলাপগঞ্জ পৌর সভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর হেলালুজ্জামান হেলাল।
দশম শ্রেণীর ছাত্র মুমাদ আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল কাদির, শাহেদ আহমদ চৌধুরী, মাহফুজ আহমদ চৌধুরী, অভিভাবক আলী আহমদ চৌধুরী, সংগীত পরিবেশন করে অষ্টম শ্রেণীর ছাত্র শাফি মাহমুদ। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করা হয়। আলোচানাসভা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এদিকে জামেয়ার ছাত্রী শাখায় পৃথক আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট শাহানা হুসাইন। সিনিয়র শিক্ষিকা মাহবুবা সুলতানার সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা তাহমিনা আক্তারের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য তামান্না ছামাদ চৌধুরী, বক্তব্য রাখেন সহকারী শিক্ষিকা চামেলী বেগম, নুরুন নাহার বেগম প্রমুখ।