এমপি কেয়া চৌধুরীর চেষ্টায় অবশেষে আলোর মূখ দেখলো নবীগঞ্জের পূর্ব কায়স্থগ্রামবাসী

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের এমপি এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর অবদানে অবশেষে আলোর মূখ দেখলো নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের পূর্ব কায়স্থগ্রামবাসী। গতকাল বুধবার সকালে উৎসব মূখর পরিবেশে বিদ্যূৎ বিহীন পূর্ব কায়স্থগ্রামবাসী বিদ্যূতের কুঠি স্থাপন করেন। স্বাধীনতার ৪৫ বছর পর এমপি কেয়া চৌধুরীর প্রচেষ্টায় বিদ্যূৎ পেয়ে সবার মধ্যে আনন্দ উল্লাস করতে দেখা যায়। বিদ্যুতের কুঠি স্থাপনকালে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা যুবলীগের অন্যতম সদস্য ও গজনাইপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক রুহেল আহমেদ, ওয়ার্ড যুবলীগের সভাপতি জিলু মিয়া, ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক অয়তুন মিয়া, মাহমুদ মিশু, দুলাল মিয়া, তুহিন আহমেদ রাজা, রুহুল আমীন, আল-আমীন, সুজন মিয়া, মুফতি আবু তোরাব, মুহিত মিয়া, কাচন মিয়া, কদর আলী প্রমুখ। পূর্ব কায়স্থগ্রামবাসী জানান, দেশ স্বাধীনের আজ ৪৫ বছর পেরিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন ডিজিটাল দেশে রুপান্তরিত হচ্ছে। কিন্ত আমাদের দিনারপুর এলাকায় অনেক নেতার জন্ম হয়েছে। নির্বাচনের সময় এলেই জনপ্রতিনিধিদের দেখা মিলে কিন্তু অনেকেই প্রতিশ্রুতি দিয়েও বিদ্যুতের কোন ব্যবস্থা করতে পারেননি। অবশেষে এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর অবদানে আলোর মুখ দেখে গ্রামবাসীর মধ্যে এক আনন্দ মূখর পরিবেশের সৃষ্টি হয়েছে।