শিবেরবাজারে ভাগভাটোয়ারা নিয়ে ডাকাতদের মধ্যে সংঘর্ষ, আটক ২

Hobigonj Dakati
ছবি প্রতীকী

ডেস্ক রিপোর্টঃ ডাকাতির জিনিসপত্র ও টাকাপয়সা ভাগভাটোয়ারা নিয়ে ডাকাত দলের সদস্যদের মধ্যে সিলেট শহরতলির শিবেরবাজারে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ডাকাত সদস্যদের ২ জনকে আটক করেছে জালালাবাদ থানা পুলিশ। নিজেদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত বাবুরাগাঁও এর কছির মিয়ার ছেলে ডাকাত ফয়জুল হক (২০) ও একই গ্রামের বুরহান উদ্দিনের ছেলে আখতার হোসেনকে (২২) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, গতকাল ১লা ফেব্রুয়ারী সোমবার ভোররাতে শহরতলীর জালালাবাদ থানার শিবেরবাজারে ডাকাত সদস্যদের মধ্যে টাকা পয়সা ভাগভাটোয়ারা নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দুই ডাকাতকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত যখম করে অন্য ডাকাতরা পালিয়ে যায়। পরে এই দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করে জালালাবাদ থানার পুলিশ।
এলাকাবাসি সূত্রে জানা যায়, ওই থানার হাটখোলা, জালালাবাদ এলাকার বিভিন্ন স্থানে সাম্প্রতিকালে ঘন ঘন ডাকাতির ঘটনা ঘটছে। আটক ডাকাতদের জিজ্ঞাসাবাদ করা হলে এলাকাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ডাকাত দলের সকল সদস্যকে আইনের আওতায় নিয়ে আসা সম্ভব বলে মনে করেন এলাকাবাসী।