সুনামগঞ্জে রেললাইন স্থাপন নিয়ে সংসদে যা বললেন পীর মিসবাহ

Pir-Misbahডেস্ক রিপোর্টঃ সুনামগঞ্জ সদরে রেললাইন স্থাপন প্রসঙ্গে সংসদে কথা বললেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। সোমবার (১ ফেব্রুয়ারি) সংসদ অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে সন্ধ্যার পর পীর মিসবাহ রেলপথ মন্ত্রী মুজিবুল হককে একটি সম্পূরক প্রশ্ন করেন। পীর মিসবাহ সম্পূরক প্রশ্নে বলেন, সুনামগঞ্জের ছাতকে বহু আগে থেকেই রেললাইন আছে। জেলাবাসীর দীর্ঘদিনের দাবি থাকার পরও এটি জেলা সদরে সম্প্রসারণ করা হয়নি। সুনামগঞ্জের সন্তান সুরঞ্জিত সেনগুপ্ত রেলপথ মন্ত্রী হবার পর রেললাইন সম্প্রসারণের উদ্যোগ নিলেও পরে এটি আর আলোর মুখ দেখেনি। তিনি মন্ত্রীর কাছে জানতে চান, ছাতকের রেললাইনটি দোয়ারাবাজার উপজেলা হয়ে জেলা সদরে সম্প্রসারণ করা যাবে কিনা।জবাবে মন্ত্রী মুজিবুল হক পীর মিসবাহকে ডিও লেটারসহ সাক্ষাত করতে বলেন। ডিও লেটার পাবার পর তিনি এ ব্যাপারে উদ্যোগ নেবেন বলে জানান।